ছিনতাইকারীদের কবলে মিলিক
লরেঞ্জো ইনসিনিয়ের শেষ মুহূর্তের গোলে লিভারপুলের টানা জয়ের রেকর্ড ভেঙ্গে দিয়েছে নাপোলি। চ্যাম্পিয়নস লিগে টানা দুই ম্যাচ জিতে নাপোলিও আছে সুবিধাজনক জায়গায়। স্বভাবতই বিজয়ীর হাসি নিয়েই বাড়ি ফিরেছেন নাপোলির ফুটবলাররা। বাকি সতীর্থরা জয়ের উল্লাস নিয়ে ফিরলেও সে সৌভাগ্য হয়নি স্ট্রাইকার আর্কাদিউজ মিলিকের। ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে পিস্তল ঠেকিয়ে দুজন মটরসাইকেল আরোহী কেড়ে নিয়েছেন তার মূল্যবান রোলেক্স ঘড়ি।
মিলিকের ভাষ্যমতে, ইতালির স্থানীয় সময় রাত দুটায় ভার্তাকুরো শহর দিয়ে বাড়ি ফেরার সময় ঐ দুজন তার পথ আটকে গাড়ি থেকে বের হওয়ার নির্দেশ দেন। এরপর হাত থেকে খুলে ঘড়িটি নিয়েই চলে যান তারা। এই ঘটনার পর অক্ষতই আছেন মিলিক। এখন পর্যন্ত আসামীদের ধরতে পারেননি পুলিশ। নাপোলির ফুটবলারদের সাথে ছিনতাইকারিদের এই ‘সখ্যতা’ অবশ্য নতুন কিছু নয়। ২০১৩ সালে একই ঘটনার সম্মুখীন হয়েছিলেন অধিনায়ক মারেক হামসিকও। ২০১৬ সালে একইভাবে প্রায় ২ লাখ ইউরো কেড়ে নেওয়া হয়েছিল গতকাল লিভারপুলের বিপক্ষে নাপোলির জয়ের নায়ক ইনসিনিয়ের কাছ থেকেও।