আফগান লিগে খেলার অনুমতি পেলেন না সৌম্য-মিঠুন
আফগানিস্তান প্রিমিয়ার লিগের প্রথম আসরে ফ্র্যাঞ্চাইজি পেয়েছিলেন সৌম্য দরকার ও মোহাম্মদ মিঠুন। তবে শেষ পর্যন্ত খেলতে যাওয়া হচ্ছে না তাদের। সৌম্য-মিঠুনকে আফগান লিগে খেলার জন্য অনাপত্তিপত্র দেয়নি বিসিবি।
সৌম্য ও মিঠুনকে কিনেছিল কান্দাহার নাইটস। কিন্তু কেন অনাপত্তিপত্র পেলেন না দুজন? বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান আকরাম খান ক্রিকবাজকে জানিয়েছেন, আসন্ন জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজের কথা মাথায় রেখেই তাদের যেতে দেওয়া হচ্ছে না, ‘ঘরের মাটিতে আসন্ন দুটি সিরিজের জন্যই তাদের আফগান প্রিমিয়ার লিগে যেতে দেওয়া হচ্ছে না।’
তবে সৌম্য-মিঠুনের সাথে কান্দাহারে সুযোগ পাওয়া তাসকিন আহমেদকে অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি, এর মাঝে তাসকিন সেখানে চলেও গেছে। সৌম্য-মিঠুনকে অনাপত্তিপত্র দেওয়া না হলে তাসকিনকে কেন দেওয়া হলো? আকরাম খান বলছেন, তাসকিনের ফিটনেস দেখার জন্যই এমনটা করেছেন তারা, ‘তাসকিনকে অন্য কারণে অনাপত্তিপত্র দেওয়া হয়েছে। সে ফাস্ট বোলার, অনেকদিন ধরেই ইনজুরিতে ভুগছে। আমরা দেখতে চাইছি তার ফিটনেস কেমন আছে।’
আজ কান্দাহারের হয়ে মাঠে নামতে পারেন তাসকিন।