লিভারপুলের বিপক্ষেই ফিরছেন ডি ব্রুইন?
ইনজুরি কাটিয়ে দুই মাস পর অনুশীলনে ফিরেছিলেন তিনি। ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনের মাঠে ফিরতে আরও একমাস সময় লাগবে বলেই ধারণা করা হয়েছে। তবে সিটি কোচ পেপ গার্দিওলা এবার বলছেন, ব্রুইন ফিরতে পারেন লিভারপুলের বিপক্ষে আগামীকালের ম্যাচেই!
মৌসুমের শুরুতেই আর্সেনালের বিপক্ষে ম্যাচে আঘাত পেয়েছিলেন ডি ব্রুইন। ওই এক ম্যাচের পর আর মাঠে নামতে পারেননি দীর্ঘদিন। আগামী মাসের ১১ তারিখ ম্যানচেস্টার ডার্বি। গত সপ্তাহে দলের সাথে অনুশীলনে যোগ দিলেও ডার্বির আগে ফিরবেন না ব্রুইন, ধারণা করা হচ্ছিল এমনটাই। গার্দিওলা অবশ্য বলেছিলেন, দ্রুতই তাকে একাদশে দেখা যাবে।
তবে সেই ‘দ্রুতটা’ যে এত তাড়াতাড়ি আসবে, সেটা হয়ত কেউই কল্পনা করেননি। গার্দিওলা আভাস দিয়েছেন, আগামীকাল প্রায় তিনমাস পর মাঠে ফিরতে পারেন এই মিডফিল্ডার, ‘সে স্বাভাবিকভাবে অনুশীলন করছে। যারা নিয়মিত খেলছেন তাদের সাথেই আছেন। কালকেই জানতে পারবেন সে মাঠে নামবে কিনা।’
আগামীকাল অ্যানফিল্ডে মুখোমুখি হবে লিভারপুল-ম্যানচেস্টার সিটি।