সংবাদমাধ্যমের চাপেই ভুল করে ইউনাইটেড: মরিনহো
তার চাকরি এখন যায় যায় অবস্থা। হাজার চাপের মাঝেও অবশ্য একটু স্বস্তির দেখা পেলেন হোসে মরিনহো। দুই গোলে পিছিয়ে পড়েও ওল্ড ট্রাফোর্ডে নিউক্যাসেল ইউনাইটেডকে ৩-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচ শেষে মরিনহো বলছেন, সংবাদমাধ্যমের অতিরিক্ত চাপের কারণেই মাঠে ভুল করছে ইউনাইটেডের তরুণ ফুটবলাররা।
এই মৌসুমে মরিনহোকে নিয়ে সমালোচনা কম হয়নি। নিজে সমালোচনা হজম করলেও ফুটবলাররা সেটা সামলাতে পারেন না বলেই জানালেন মরিনহো, ‘আমার বয়স ৫৫, এসব বহু বছর ধরেই দেখছি। তবে এবার সংবাদমাধ্যমের আক্রমণাত্মক মনোভাবটা একটু বেশি। এটা আমি সহ্য করতে পারেই। কিন্তু অনেক তরুণ ফুটবলারই এটা পারে না। র্যাশফোর্ড খুবই মন খারাপ করে খেলছিল। স্কট ম্যাকটোমিনা তো ভয়ের মাঝে ছিল! সব ফুটবলারই এমন ভুল করছিল যা তারা সাধারণত করে না। পুরোটাই চাপের কারণে হয়েছে।’
ইউনাইটেডের দুরবস্থার জন্য বারবারই দায়ী করা হচ্ছে মরিনহোকেই। কালকের জয়ের পর সাংবাদিকদের খোঁচা মেরে স্পেশাল ওয়ান বলছেন, সবকিছুতেই তাকে দায়ী করা হয়, ‘আমার এক বন্ধু বলছিল, লন্ডনে কাল বৃষ্টি হলেও আমার দোষ। ব্রেক্সিটে কিছু গোলমাল হলেও আমার দোষ! আমি আসলে সব দোষের দায় নেওয়ার জন্য প্রস্তুত। ফুটবলে এরকম ব্যক্তিগত আক্রমণ বেড়েই যাচ্ছে। ফুটবলকে আমি শৈশব থেকেই ভালোবাসি, শেষ দিন পর্যন্ত ভালবাসবো।’
মরিনহোর চাকরি কতদিন টিকে, সেটা সময়ই বলে দেবে। তবে নিউক্যাসেলের বিপক্ষে জয় কিছুদিনের জন্য হলেও অন্তত বাঁচিয়ে রাখল চাকরিটা।