• আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    "বিশ্বকাপে না পৌঁছানোর হতাশা এখনো তাড়িয়ে বেড়ায় জিম্বাবুয়েকে"

    "বিশ্বকাপে না পৌঁছানোর হতাশা এখনো তাড়িয়ে বেড়ায় জিম্বাবুয়েকে"    

    বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপ খেলাটা যে সহজ হবে না, সেটা খুব ভালোমতোই জানতেন তারা। শেষ পর্যন্ত গত মার্চে সংযুক্ত আরব আমিরাতের কাছে তিন রানে হেরে ২০১৯ বিশ্বকাপ খেলার স্বপ্নটা স্বপ্নই রয়ে গেছে জিম্বাবুয়ের। সেই হারের পর থেকেই জিম্বাবুয়ের ক্রিকেট আর সামনের দিকে এগুতে পারছে না, একের পর এক হারে জর্জরিত দল। অলরাউন্ডার শন উইলিয়ামস বলছেন, বিশ্বকাপে খেলতে না পারার হতাশা এখনো কাটিয়ে উঠতে পারেনি জিম্বাবুয়ে।

    ইংল্যান্ড বিশ্বকাপের জন্য বাছাইপর্বে অংশ নিয়েছিল জিম্বাবুয়ে। তবে বাছাইপর্ব পেরিয়েছে শুধু আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। আরব আমিরাতের সাথে ম্যাচটা জিতলে হয়ত উলিয়ামসরাও পেতেন ইংল্যান্ডের টিকেট। বাছাইপর্বের পর আট ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টিতে হেরেছে তারা। পাকিস্তানের কাছে ৫-০ তে সিরিজ হারের পর কাল দক্ষিণ আফ্রিকার কাছে ওয়ানডে সিরিজেও ধবলধলাই হয়েছে জিম্বাবুয়ে।

    উইলিয়ামস বলছেন, বাছাইপর্বে না উতরানোর দুঃস্বপ্নটা এখনো তাড়া করে বেড়ায় সবাইকে, ‘আসলে সবার জন্য ব্যাপারটা খুবই কস্টের। আরব আমিরাতে বিপক্ষে সেই হারের কথা কিছুতেই ভুলতে পারছি না। এটা পরের ম্যাচগুলোতে প্রভাব ফেলছে। জানিনা কবে এটা থেকে বের হতে পারবে সবাই।’

    একের পর এক সিরিজ হারে আত্মবিশ্বাস হারিয়ে ফেলছে জিম্বাবুয়ে, মানছেন উইলিয়ামস, ‘ম্যাচ ও সিরিজ হারতে একদমই ভালো লাগে না। তবে পাকিস্তানের বিপক্ষে সিরিজের চেয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমরা ভালো খেলেছি। আশা করি সামনের সিরিজে এই হতাশা পেছনে ফেলে জয়ের ধারায় ফিরব।’

    জিম্বাবুয়ে ক্রিকেট সঠিক পথে ফিরবে কিনা, সেটা সময়ই বলে দেবে।