ভিয়েরিকে ছুঁলেন ইকার্দি
সিরি আতে ইন্টার মিলানের হয়ে গোলের সেঞ্চুরি পূর্ণ হয়েছিল আগেই। দুই গোল করলেই ছুঁতেন ক্লাব কিংবদন্তি ক্রিশ্চিয়ান ভিয়েরিকে। এসপেএলের বিপক্ষে জোড়া গোল করে ইন্টার মিলানের হয়ে সিরি আতে নিজের গোলসংখ্যা ১০৩ এ নিয়ে গেলেন মাউরো ইকার্দি। ইকার্দি সামনে ইন্টারের হয়ে লিগে সবচেয়ে বেশি গোল করা ফুটবলার আছেন আর মাত্র ৭ জন।
২০১৩ সালে সাম্পদরিয়া ছেড়ে ইন্টারের এসেছিলেন ইকার্দি। এখন পর্যন্ত লিগে খেলেছেন ১৬৫ টি ম্যাচ। কাল এসপেএলের বিপক্ষে খেলতে নেমে করেছেন দুই গোল। ১৪ মিনিটে প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলে ইন্টারকে এগিয়ে দেন ইকার্দি। ৭২ মিনিটে অবশ্য পালোসচির গোলে সমতা আনে এসপেএল। ৭৮ মিনিটে ইন্টারকে জয়সূচক গোল এনে দেন ইকার্দিই।
দুই গোল করে ছুঁয়েছেন সাবেক ইন্টার ফরোয়ার্ড ভিয়েরিকে। ভিয়েরি অবশ্য ১০৩ গোল করেছিলেন ১৪৩ ম্যাচে। সব টুর্নামেন্ট মিলিয়ে ইন্টারের হয়ে ১৯০ ম্যাচ খেলেছেন ইকার্দি, গোল ১১২ টি। ২০১৪-১৫ ও ২০১৭-১৮ মৌসুমে ইন্টারের হয়ে লিগের সর্বোচ্চ গোলদাতাও হয়েছিলেন তিনি।