ইংল্যান্ড টানেনা জিদানকে
ম্যানচেস্টার ইউনাইটেডে হোসে মরিনহোর জায়গায় জিনেদিন জিদানকে নিয়োগ দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরে। মরিনহোর অধীনে ম্যানচেস্টার ইউনাইটেডের বাজে ফর্মই এর কারণ। শনিবার নিউক্যাসেলের বিপক্ষে শেষমুহুর্তের প্রত্যাবর্তনে ৩-২ গোলে জিতে আপাতত পরিস্থিতি সামাল দিয়েছেন মরিনহো। এরপর আরেকটি খবরে হয়ত স্বস্তি খুঁজে পেতে পারেন তিনি। ইংল্যান্ডে কোচিং করানোর ইচ্ছা জিদানের নেই বলে জানিয়েছে তার এজেন্ট।
"আমার মনে হয় সে ইংল্যান্ডে কোচিং করাবে।" মিগলিয়াকো বলেছেন লি জার্নাল ডু ডিমাকে দেওয়া এক সাক্ষাতকারে। "এটা আসলে তার স্টাইলই না। আমি তার সঙ্গে কথা বলেছি, সত্যি বলতে ইংল্যান্ডে কাজ করাটা তেমন আকর্ষণীয় মনে হয় না।"
ইউনাইটেড অবশ্য নিজেরাও দাবি করেছে মরিনহোর ওপর আস্থা রাখতে চায় তারা। জিদানকে নিয়োগ দেওয়ার খবর নিতান্তই গুজব বলে জানিয়েছে তারা। তাহলে জিদানের নতুন ঠিকানা কোথায় হতে পারে? সেই প্রশনের জবাবে তিনি জানিয়েছেন, আকর্ষণীয় প্রজেক্ট হলে ইউরোপের বাইরেও যেতে পারেন জিদান।