অ্যাস্টন ভিলার কোচ হচ্ছেন অঁরি?
রাশিয়া বিশ্বকাপে বেলজিয়ামের সহকারী কোচ হিসেবে পেয়েছেন দারুণ সাফল্য। থিয়েরি অঁরিকে তাই ভালোভাবেই পেয়ে বসেছে কোচিংয়ের নেশা। গুঞ্জন উঠেছে, ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগের দল অ্যাস্টন ভিলার কোচের দায়িত্ব নিচ্ছেন তিনি। তার সহকারী হিসেবে থাকতে পারেন গতকালই অবসর নেওয়া সাবেক চেলসি ডিফেন্ডার জন টেরি।
গত মৌসুমে প্লে অফের ফাইনাল খেললেও প্রিমিয়ার লিগে উঠতে পারেনি ভিলা। এই মৌসুমের শুরুটাও ভালো হয়নি তাদের। ৩ অক্টোবর কোচ স্টিভ ব্রুসকে বরখাস্ত করেছে ভিলা। এর আগের দিন প্রিস্টনের বিপক্ষে ম্যাচের সময় ব্রুসের দিকে বাঁধাকপি ছুড়ে মেরে ভিলার বাজে পারফরম্যান্সের প্রতিবাদ জানিয়েছিল সমর্থকরা। ব্রুসকে বরখাস্তের পর থেকেই শোনা যাচ্ছিল, ভিলার কোচ হতে পারেন অঁরি। গুঞ্জনটা আরও জোরালো হয়েছে ক্লাব কর্তৃপক্ষের সাথে তার এক বৈঠকে। অনেকেই মনে করছেন, এই বৈঠকেই নির্ধারিত হয়ে গেছে, অঁরিই হচ্ছেন ভিলার নতুন কোচ।
শুধু অঁরি নয়, কোচিং স্টাফে ভিলা আনতে যাচ্ছে গতকালই ফুটবলকে বিদায় জানানো টেরিকেও। গত মৌসুমে ভিলার হয়েই খেলেছিলেন তিনি।
শেষ পর্যন্ত অঁরি ভিলার দায়িত্ব নেন কিনা, সেটা জানা যাবে কয়েকদিনের মাঝেই।