এমবাপ্পে পিএসজির রোনালদো: গ্রিজমান
দুজনে এবার একসাথেই জিতেছেন বিশ্বকাপ। আতোইন গ্রিজমান ও কিলিয়ান এমবাপ্পে নিজেদের ক্লাবের হয়েও আছেন দারুণ ফর্মে। বিশেষ করে পিএসজির জয়রথে অন্যতম অবদান এমবাপ্পেরই। গ্রিজমান বলছেন, এমবাপ্পে হচ্ছে পিএসজির ক্রিশ্চিয়ানো রোনালদো।
ম্যানচেস্টার ইউনাইটেডে আলো ছড়িয়েছিলেন রোনালদো। তরুণ এমবাপ্পের মাঝে সেই রোনালদোর ছায়াই দেখছেন গ্রিজমান, ‘এমবাপ্পেকে দেখলে আমার ইউনাইটেডের রোনালদোর কথা মনে পড়ে। রোনালদো অবশ্য উইংয়ে খেলত, মাঝে মধ্যে গোল পেত, গোলের জন্য খুব একটা মরিয়া ছিল না। বিশ্বকাপেও এমবাপ্পে দুর্দান্ত খেলেছে, নিজের ক্লাবের হয়েও দারুণ ফর্মে আছে সে, নিয়মিত গোলও করছে।’
এখন পর্যন্ত এই মৌসুমে ফ্রেঞ্চ লিগে ৫ ম্যাচে খেলে এমবাপ্পের গোল ৮টি। চ্যাম্পিয়নস লিগে খেলেছেন দুই ম্যাচ, করেছেন দুই গোল। সর্বশেষ ম্যাচে লিঁওর বিপক্ষে ১৩ মিনিটেই করেছিলেন ৪ গোল। মৌসুম শেষে এমবাপ্পের গোল ৫০ ছাড়িয়ে বলেই আশা গ্রিজমানের, ‘রোনালদো রিয়ালে যেমন নিয়মিত গোল পেয়েছে, এমবাপ্পেও পিএসজির হয়ে তেমনটাই করছে। এই মৌসুমের শুরু থেকেই প্রায় প্রতি ম্যাচেই গোল পেয়েছে সে। আমার তো মনে হয় এই মৌসুমে সে ৫০ গোলও পেতে পারে! সামনের মৌসুমগুলোতেও তার গোলের সংখ্যা বাড়তেই থাকবে।’
এমবাপ্পেকে সবসময়ই বেশি গোল পাওয়ার পরামর্শ দেন গ্রিজমান, ‘সে সবসময়ই গোল করতে চায়। আমি তাকে বলেছি, গোল পেতে হলে বলের আরও কাছে যেতে হবে। সে এটাই করছে।’