• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    জানুয়ারিতেই রিয়ালে যাচ্ছেন হ্যাজার্ড?

    জানুয়ারিতেই রিয়ালে যাচ্ছেন হ্যাজার্ড?    

     

    দুদিন আগে রাখঢাক না রেখেই বলেছিলেন, রিয়াল মাদ্রিদে খেলার স্বপ্ন দেখছেন তিনি। চেলসি অধিনায়ক এডেন হ্যাজার্ডের এই মন্তব্যের পর থেকে শোনা যাচ্ছে, তাকে দলে ভেড়ানোর চেষ্টায় নেমেছে রিয়াল কর্তৃপক্ষ। এও ধারণা করা হচ্ছে, আগামী জানুয়ারিতেই নাকি চেলসি থেকে রিয়ালে যেতে পারেন এই বেলজিয়াম মিডফিল্ডার।

    এই মৌসুমের শুরুতে চেলসি ছাড়ার কথা শোনা গিয়েছিল, শেষ পর্যন্ত হ্যাজার্ড রয়ে গেছেন সেখানেই, হয়েছেন অধিনায়কও। লিগে ৮ ম্যাচে ৭ গোল করে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা তিনিই। তবে এসবের মাঝেই গত পরশু জানিয়েছিলেন, রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে চান তিনি, ‘আমি মিথ্যা বলব না। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল রিয়ালে খেলার। সেখানে একদিন খেলতে চাই।’

    চেলসির সাথে ২০২০ সাল পর্যন্ত চুক্তি আছে হ্যাজার্ডের। তবে ধারণা করা হচ্ছে থিবো কোর্তোয়ার মতো রিয়ালে আসবেন তিনিও। হ্যাজার্ডের জন্য ১০০ থেকে ১২০ মিলিয়ন পাউন্ড খরচ করতে পারে রিয়াল। এই জানুয়ারিতে না হলেও আগামী মৌসুমের শুরুতেই তাকে দলে পেতে চাইবে মাদ্রিদ।