• প্রীতি ম্যাচ
  • " />

     

    ইতালির জয়খরা নিয়ে দুশ্চিন্তায় মানচিনি

    ইতালির জয়খরা নিয়ে দুশ্চিন্তায় মানচিনি    

     

    রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্ব থেকেই বাদ পরা ইতালির দায়িত্ব নিয়েছিলেন তিনি। শুরুটা জয় দিয়ে হলেও কোচ রবার্তো মানচিনি গত কয়েক মাসে জয়ের মুখ দেখেননি। কালও ইউক্রেনের বিপক্ষে প্রীতি ম্যাচে ১-১ গোলে ড্র করেছে আজ্জুরিরা। মানচিনি বলছেন, টানা কয়েক মাস জয় না পেয়ে রীতিমত হতাশ তিনি।

    গত মে মাসে সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছিল মানচিনির ইতালি। এরপর পেরিয়ে গেছে পাঁচ মাস। মাঝে ইতালি খেলেছে পাঁচ ম্যাচ, একটিতেও জয় আসেনি। শেষ ১০ ম্যাচে ইতালি জিতেছে মাত্র সৌদি আরবের ম্যাচটাই। কাল ইউক্রেনের বিপক্ষে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ড্র করেই মাঠ ছাড়ে ইতালি।

    একের পর এক জয়হীন ম্যাচ মানচিনির ধৈর্যের বাধ ভেঙ্গে দিচ্ছে, ‘জয় না পেয়ে আমি খুব বেশি হতাশ। দলের অন্যরাও আমার মতো অবস্থায় আছে। পাঁচ মাস জয় পায়নি ইতালির মতো দল, এটা তো মেনে নেওয়া যায় না। ভাগ্যও আমাদের সহায় হচ্ছে না। সমর্থকরাও আমাদের ওপর নারাজ। আমরা অনেক সুযোগ পেয়েও গোল করতে পারছি না, অন্যদিকে প্রতিপক্ষ দুই-একবার সুযোগ পেয়েই গোল করছে।’

    রবিবার ইউয়েফা নেশনস লিগে পোল্যান্ডের মুখোমুখি হবে ইতালি। সেই ম্যাচ দিয়েই জয়ের ধারায় ফিরতে চান মানচিনি, ‘জয় না পেলেও সব ম্যাচেই আমরা ভালো খেলেছি। ইউক্রেনের বিপক্ষে ম্যাচটা প্রীতি ম্যাচ ছিল। সামনেই নেশনস লিগের ম্যাচ। সেই ম্যাচে ভালো খেলার পাশাপাশি জয়টাও পেতে চাই। হাতে চারদিন সময় আছে, অনেক ভ্রমণও করতে হবে। আমরা দ্রুত এই ধকল সামলে ওঠার চেষ্টা করব।’