• " />

     

    ১১ বলেই চীনকে হারিয়ে দিল নেপাল

    ১১ বলেই চীনকে হারিয়ে দিল নেপাল    

     

    স্কোর-

    চীন ১৩ ওভারে ২৬ ( ইয়ান ১১, লামিচান ৩/৪, রেগমি ৩/৫)

    নেপাল ১.৫ ওভারে ২৯/০ ( বান্দারই ২৪*)

    নেপাল ১০ উইকেটে জয়ী

     

    ৭৮ বল খেলে টেনেটুনে ২৬ রান করলেন, সেই রান তাড়া করতে প্রতিপক্ষ নিল মাত্র ৯ বল! পরাজিত দলের অনুভূতিটা কেমন হতে পারে? ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইপর্বে এই অভিজ্ঞতাটাই হলো চীনের। চীনের বিপক্ষে মাত্র ১১ বলেই ২৬ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে জয় পেয়েছে নেপাল।

    টসে হেরে চীনকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল নেপাল। দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট হারায় চীন, স্কোরবোর্ডে রান তখন ৬। ওপেনার হং জিন ইয়ান ও নেপালের বোলারদের দেওয়া কিছু ওয়াইডের কল্যাণে ৬ ওভারের মাঝে ২১ রান তুলে ফেলে। এরপরই শুরু বিপর্যয়ের। ২১ রানেই পরের পাঁচ উইকেট হারায় চীন। বাকি চার উইকেট পড়ে পাঁচ রানের ব্যবধানে।

    ২৬ রানের ইনিংসে রান পেয়েছেন চীনের মাত্র তিনজন ব্যাটসম্যান! শুধু ইয়ানই ছুঁয়েছেন দুই অংক, করেছেন ১১ রান। জিনফেং করেছেন ১ রান, ডেনজি মা করেছেন ৫ রান। বাকি আট ব্যাটসম্যানই প্যাভিলিয়নে ফিরেছেন রানে খাতা না খুলেই। নেপালের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন রাজবংশী, লামিচান ও রেগমি। ৪ ওভার বল করে ৪ রানেই ৩ উইকেট নেন লামিচান, রেগমি দিয়েছেন ৫ রান, রাজবংশী দেন ১২ রান।

    চীনের দেওয়া ২৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নামল নেপাল। দুই অপেনা আরি ও বান্দারির হয়ত একটু বেশিই তাড়া ছিল! জয়ের জন্য দুজন সময় নিলেন মাত্র ১১ বল। তিন চার ও এক ছয় মেরে ৮ বলে ২৪ রান করে একাই চীনের রানকে টপকে জয় এনে দিলেন বান্দারি। ১.৫ ওভারেই তাই শেষ হয়ে গেল ম্যাচ।