"আর কখনোই ফ্রান্সের হয়ে খেলবেন না বেনজেমা"
একটা সময় ফ্রান্সের অন্যতম ভরসার জায়গা ছিলেন তিনি। কিন্তু বছর তিনেক আগের বিতর্কিত এক ভিডিও ফুটেজের কারণেই জাতীয় দলে ব্রাত্য হয়ে পড়েছেন স্ট্রাইকার করিম বেনজেমা। এবার ফ্রান্স ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট লা গ্রিট বলেই দিলেন, ভবিষ্যতে ফ্রান্সের হয়ে বেনজেমার খেলার আর সম্ভাবনা নেই।
শেষবার ফ্রান্সের হয়ে খেলেছিলেন ২০১৫ সালের অক্টোবরে। এরপর বেনজেমার বিরুদ্ধে বিতর্কিত ভিডিও ফুটেজের অভিযোগ আসলে তাকে দল থেকে বাদ দেওয়া হয়। প্রাথমিক দলে জায়গা পেলেও শেষ পর্যন্ত বেনজেমা খেলতে পারেননি ২০১৬ ইউরো। বেনজেমা দাবি করেছিলেন, চাপের কারণেই তাকে দল থেকে বাদ দিতে বাধ্য হয়েছেন কোচ দিদিয়ের দেশম। ২০১৮ বিশ্বকাপে ফ্রান্স চ্যাম্পিয়ন হলেও শিরোপা ছুঁয়ে দেখতে পারেনি বেনজেমা।
ফ্রান্সের পত্রিকা অষ্ট ফ্রান্সকে দেওয়া এক সাক্ষাৎকারে লা গ্রিট বলেছেন, ফ্রান্সের জার্সিতে আর দেখা যাবে না বেনজেমাকে, ‘আমার মনে হয় ফ্রান্সের হয়ে তার ক্যারিয়ার শেষ। প্রায় চার বছর হলো সে জাতীয় দলে খেলে না। এই পর্যায়ে খেলার জন্য সে হয়ত এখন আর যথেষ্ট ফিটও নেই! তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল সেটারও কোনো সুরাহা হয়নি। এজন্যই তাকে দলে নেওয়াও কঠিন হয়ে গেছে।’
এদিকে বেনজেমা এক টুইটে লা গ্রিটকে উদ্দেশ্য করে বলেছেন, তাকে তার ক্যারিয়ার নিয়ে ভাবতে হবে না, ‘গ্রিট, আমাকে নিয়ে আপনার ভাবার দরকার নেই, আমাকে একা ছেড়ে দিলেই খুশি হবো। ফ্রান্স এখন বিশ্বচ্যাম্পিয়ন, এটাই গুরুত্বপূর্ণ বিষয়। বাকি আর কিছু নিয়ে ভাবার প্রয়োজন নেই।’