• লা লিগা
  • " />

     

    "বার্সেলোনার সতীর্থদের অপমান করেছেন ভিদাল"

    "বার্সেলোনার সতীর্থদের অপমান করেছেন ভিদাল"    

    এবারের গ্রীষ্মকালীন দলবদলে ২০ মিলিয়ন ইউরোর বিনিময়ে বায়ার্ন মিউনিখ থেকে পাড়ি জমিয়েছেন বার্সেলোনায়। মৌসুমের মাস তিনেক পর বার্সার মূল দলে থিতু হতেই পারেননি চিলিয়ান মিডফিল্ডার আর্তুরো ভিদাল। চ্যাম্পিয়নস লিগের শেষ ম্যাচে টটেনহাম হটস্পারের বিপক্ষেও ছিলেন না একাদশে। দলে সুযোগ না পেয়ে ইনস্টাগ্রামে ‘অ্যাংগ্রি’ ইমোটিকন পোস্ট করে নিজের হতাশা প্রকাশ করেছিলেন তিনি। কিন্তু সেখানেই থেমে থাকেননি ভিদাল।

    পরের ম্যাচে ভ্যালেন্সিয়ার সাথেও ছিলেন না মূল একাদশে। মূল একাদশে খেলেছেন মাত্র দুই ম্যাচ, পুরো মৌসুমে মাঠে ছিলেন মাত্র ১৭৬ মিনিট। ভ্যালেন্সিয়ার বিপক্ষেও সুযোগ না পেয়ে হয়ত হতাশার মাত্রাটা আরও বেড়েছে ভিদালের। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন, “জুডাসের মত মানুষদের সাথে তর্কে যেয়ো না, তারা নিজেরাই নিজেদের ধ্বংস করে দেবে।” স্বভাবতই ভিদালের এমন আচরণে নাখোশ হয়েছেন বার্সার হর্তাকর্তারা। সংবাদমাধ্যমে ভিদালের এমন ব্যবহারের ব্যাপারে খোলাখুলি কথা বলেছেন বার্সার মহাব্যবস্থাপক পেপ সেগুরা। ভিদালের এমন ব্যবহার তার নিজের জন্যই ক্ষতিকর- মুন্ডো দেপোর্তিভোকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি, “ভিদালের বার্তাটিকে আসলে দু’ভাবে নেওয়া যাবে। ইতিবাচকভাবে দেখলে আমরা এমন একজনকে ফুটবলারকে দেখতে পারি যে দলকে সাহায্য করতে সদা প্রস্তুত। এবং নিয়মিত মূল একাদশে সুযোগ না পাওয়ায় সে অসন্তুষ্ট। কিন্তু তার বার্তাটির এক নেতিবাচক দিকও আছে। তার এমন আচরণে আমাদের মনে হয় তার উচিত আরও কঠোর পরিশ্রম করা এবং সে যে দারুণ সব ফুটবলার দিয়ে সাজানো এক স্কোয়াডের সদস্য- এমনটাও মানতে হবে। সতীর্থদের প্রতি আরও শ্রদ্ধাশীল হতে হবে তাকে।”

     

     

    তবে ভিদালকে অনুপ্রেরণাও জানিয়েছেন সেগুরা, “আমরা বিশ্বাস করি সে তার ভুল বুঝতে পেরেছে। কারণ তার পোস্ট গুলোর কারণে আমাদেরই ছোট হতে হয়েছে। আমার মনে হয় সে তার এমন আচরণের শাপমোচন নিজেই করবে অদূর ভবিষ্যতে।”

    আন্তর্জাতিক বিরতির সময় চিলির হয়ে মায়ামিতে আছেন ভিদাল। এ বিষয়ে প্রশ্ন করতেই আত্মপক্ষ সমর্থনে নেমে পড়েন ভিদাল, “আমার মনে হয় লোকে আমার বার্তাটি ভুল ভাবে নিয়েছে। জুডাসের বিষয়টি ফুটবল সম্পর্কিত কিছুই নয়। আমাদের মাঝে হওয়া হাসি-ঠাট্টা এগুলো। লোকে অন্যভাবে নেওয়ায় আমি পোস্টগুলো সরিয়ে নিয়েছি। আমি সোজাসাপ্টা কথায় বিশ্বাসী। আমার কোনো সমস্যা হলে আমি সরাসরি কোচের সাথে কথা বলব, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে নয়।”