মোনাকোর কোচ হচ্ছেন অঁরি?
২০১৮-১৯ মৌসুমে ফ্রেঞ্চ লিগের ৯ ম্যাচ শেষে তাদের পয়েন্ট মাত্র ৬। হেরেছে শেষ ৪ ম্যাচের প্রতিটিই, সবমিলিয়ে শেষ ১০ ম্যাচে নেই জয়ের দেখা। চ্যাম্পিয়নস লিগেও অবস্থা সুবিধার নয় একেবারেই। দুই ম্যাচ হেরে গ্রুপের তলানীতে এএস মোনাকো। গত সপ্তাহে রেঁনের কাছে নিজেদের মাঠে হারার ফলস্বরূপ চাকরি খোয়াতে হয়েছে কোচ লিওনার্দো জার্ডিমকে। মোনাকোকে লিগ জেতানোর মাত্র ১৭ মাসের মাথায় বরখাস্ত হতে হয়েছে তাকে। এরই মাঝে নতুন কোচের খোঁজে নেমে পড়েছে মোনাকো। সবচেয়ে জোরেশোরে শোনা যাচ্ছে একসময় মোনাকোর হয়ে মাঠ মাতানো ফ্রেঞ্চ কিংবদন্তী থিয়েরি অঁরির কথা। সব ঠিক থাকলে তিনিই হচ্ছেন মোনাকোর নতুন কোচ- এমনটাই দাবী অনেক সংবাদমাধ্যমের।
মৌসুমের শুরুতে এমন দুর্দশায় টেবিলের ১৮ নম্বরে নেমে গেছে মোনাকো। এই সময় ক্লাবের ফুটবলার এবং সমর্থকদের কাছে দেবতাতুল্য কোনো শ্রদ্ধার পাত্রকেই কোচ হিসেবে দেখতে চান মোনাকোর প্রেসিডেন্ট। অঁরির চেয়ে এক্ষেত্রে ভাল আর কে-ই বা হতে পারেন? ১৯৯৬-৯৭ মৌসুমে মোনাকোর হয়ে ফ্রেঞ্চ লিগও জিতেছিলেন অঁরি। বর্তমানে বেলজিয়ামের সহকারী কোচের দায়িত্বে আছেন তিনি। অ্যাস্টন ভিলার কোচ হওয়ার একাধিক প্রস্তাব আসলেও ফিরিয়ে দিয়েছেন প্রতিবারই। এখন শোনা যাচ্ছে, মোনাকোর কোচ হওয়ার জন্যই ভিলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন অঁরি।
লরা ব্লঁ, মার্সেলো গায়ার্দো এবং রবার্ট পিরেস রেসে থাকলেও অঁরিই মোনাকোর প্রথম পছন্দ। খুব শীঘ্রই নতুন কোচ নিয়োগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা জানাবে মোনাকো। লেকিপের দাবি নতুন মানেজার আর কেউ নন, অঁরিই।