জয় দিয়েই আর্জেন্টিনা প্রস্তুতিটা সারল ব্রাজিল
তিন দিন পরেই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সাথে ম্যাচ। সৌদি আরবের বিপক্ষে ব্রাজিলের ম্যাচটা ছিল মূলত সেই ম্যাচের ‘প্রস্তুতি’। রিয়াদে সেই প্রস্তুতিটা খুব ভালোভাবেই সারল নেইমারের দল। গ্যাব্রিয়েল হেসুস ও অ্যালেক্স সান্দ্রো গোলে ২-০ ব্যবধানের জয় নিয়েই আর্জেন্টিনার ম্যাচের আগে নির্ভার হয়ে মাঠ ছেড়েছে সেলেসাওরা।
নেইমার-কুতিনিয়ো-হেসুসদের নিয়ে গড়া আক্রমণভাগ সৌদি রক্ষণকে ব্যস্ত রেখেছে ম্যাচে শুরু থেকেই। কিন্তু রক্ষণভাগ ভেদ করতে সময় লেগেছে অনেকটা। ১০ মিনিটে নেইমারের শট ঠেকিয়ে দেন গোলরক্ষক। পরের দুই মিনিটে দুটি সুযোগ নষ্ট করেন হেসুস ও নেইমার। ১৭ মিনিটে সুযোগ পেয়েছিল সৌদিও, সেলিম আল ডওসারির শট ঠেকিয়ে দেন এডারসন।
২৬ মিনিটে প্রথম গোলটা প্রায় এসেই গিয়েছিল। নেইমারের ক্রসে লাফিয়ে উঠে দারুণ এক হেড করেন হেসুস। তার সেই হেডও বাঁচিয়ে দেন আল ওইস। ৩২ মিনিটে ক্যাসিমিরোর শট পোস্ট ঘেঁসে চলে যায়।
ব্রাজিলের হতাশা কাতে ৪৩ মিনিটে। নেইমারের বাড়ান বলে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন হেসুস। পরের মিনিটেই হেসুস আরেকবার গোলের দেখা পেতে পারতেন, তবে অফ সাইডের ফাঁদে পড়লে সেটা হয়ে ওঠেনি।
দ্বিতীয়ার্ধে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি ব্রাজিল। ৫২ মিনিটে নেইমারের পাসে পাওয়া বলে দারুণ এক শট নিয়েছিলেন লুকাস মুরা, সেই শট অবশ্য ওইসের হাতেই গিয়েছে। ৫৭ মিনিটে সমতা আনতে পারত সৌদি, সালমান আল ফারাজের শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৮৩ মিনিটে বক্সের বাইরে বল ধরার জন্য লাল কার্ড দেখেন সৌদি গোলকিপার ওইস। ম্যাচের যোগ করা সময়ের শেষ মিনিটে ব্ব্যধান দ্বিগুণ করেন সান্দ্রো। নেইমারের ক্রসে তার হেড ঠেকাতে পারেননি গোলরক্ষক।
আগামী মঙ্গলবার আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল।