পাতানো ছিল পিএসজি-রেড স্টার ম্যাচ?
নেইমারের হ্যাটট্রিকে গ্রুপ পর্বের ম্যাচে রেড স্টার বেলগ্রেডকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছিল পিএসজি। ৩ অক্টোবর হয়ে যাওয়া সেই ম্যাচ নিয়ে এবার উঠেছে প্রশ্ন। ফরাসি পত্রিকা লা ইকুইপের দাবি, পিএসজি-রেড স্টার ম্যাচটি নাকি পাতানো ছিল!
লা ইকুইপ বলছেন, ম্যাচের আগে জুয়াড়িদের থেকে প্রায় ৫ মিলিয়ন ইউরো নিয়েছিলেন রেড স্টারের এক কর্মকর্তা। তাকে বলা হয়েছিল, রেড স্টার যেন ৫ গোলের বেশি হজম করে ম্যাচ হারে। শেষ পর্যন্ত ম্যাচটি পিএসজি জিতেছে ৬-১ গোলে।
রেড স্টার ক্লাবের পক্ষ থেকে অবশ্য এই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে, ‘একটা হাস্যকর কাহিনী ফেঁদে বসেছে ফরাসি সংবাদমাধ্যম। এরকম অভিযোগে আমরা ক্ষুব্ধ। এসব প্রতিবেদনে ক্লাবের সম্মান ক্ষুণ্ণ হতে পারে। আমরাও চাই ইউয়েফা ও সার্বিয়ান ফুটবল ফেডারেশন এটা তদন্ত করুক। সত্যটা আসলে কী সেটা সবাই জানতে চায়।’
রেড স্টারের মতো এই ব্যাপারে তদন্তের দাবি জানিয়েছেন পিএসজি কর্তৃপক্ষও, 'লা ইকুইপের ওই প্রতিবেদনে আমরা খুবই অবাক হয়েছিলাম। পিএসজি চায় ঘটনার তদন্ত হোক। কেউ যদি দোষী হয়ে থাকে তাহলে তার শাস্তির ব্যবস্থাও করা উচিত।’