• প্রীতি ম্যাচ
  • " />

     

    জোড়া গোলেই শুরু বোল্টের

    জোড়া গোলেই শুরু বোল্টের    

     

    পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্নের কথা জানিয়েছিলেন অনেক আগেই। অ্যাথলেটিকসকে বিদায় বলার পর উসাইন বোল্ট আদাজল খেয়েই নেমেছিলেন ফুটবলে ক্যারিয়ার গড়তে। কয়েকটি ক্লাবের হয়ে ট্রায়াল দিলেও গোলের দেখা পাচ্ছিলেন না। শেষ পর্যন্ত বোল্টের পা থেকে আসলো সেই গোল। অস্ট্রেলিয়ান ক্লাব সেন্ট্রাল কোস্ট মেরিনের হয়ে প্রথম প্রীতি ম্যাচে নেমেই জোড়া গোল করেছে বোল্ট।

    মৌসুম শুরুর আগে প্রীতি ম্যাচ খেলতে নেমেছিল সেন্ট্রাল কোস্ট মেরিন। মাঠে নেমেছিলেন চুক্তির অপেক্ষায় থাকা বোল্টও। ম্যাচের তখন ৫৭ মিনিট। এরই মাঝে ২-০ গোলে এগিয়ে গেছে  সেন্ট্রাল কোস্ট মেরিন। বক্সের একটু বাইরে বল পেলেন বোল্ট। তার গতির সাথে পেরে উঠলেন না প্রতিপক্ষ ডিফেন্ডার, তাকে কাটিয়ে বক্সে ঢুকে বা পায়ের দারুণ এক শটে নিজের প্রথম গোল পান বোল্ট। গোলের পর করেছেন সেই ট্রেডমার্ক উদযাপনটাও। ১০ মিনিট পর আরেকবার বল জালে জড়ান তিনি। শেষ পর্যন্ত বোল্টের দল যেতে ৪-০ ব্যবধানে।

    জোড়া গোল করে দারুণ খুশি বোল্ট, ‘প্রথম ম্যাচেই জোড়া গোল করে দারুণ লাগছে। ধীরে ধীরে নিজের খেলাকে উন্নতি করছি, এটাই সবচেয়ে আনন্দের ব্যাপার। আশা করি মেরিনের হয়ে সামনেও নিয়মিত গোল পাব।’

    ১৯ অক্টোবর শুরু হবে অস্ট্রেলিয়ান এ লিগ। এখনও অবশ্য মেরিনের সাথে আনুষ্ঠানিক চুক্তি হয়নি বোল্টের। তবে কালকের জোড়া গোলের পর চুক্তিটা শেষ পর্যন্ত করেই ফেলতে পারে ক্লাবটি। আর সেটা হলে পূর্ণ হবে বোল্টের পেশাদার ফুটবল লিগে খেলার স্বপ্নটাও।