• প্রীতি ম্যাচ
  • " />

     

    মেসিকে ছাড়াই খেলার অভ্যাস করতে হবে আর্জেন্টিনাকে: স্কালোনি

    মেসিকে ছাড়াই খেলার অভ্যাস করতে হবে আর্জেন্টিনাকে: স্কালোনি    

     

    লিওনেল মেসি এই ম্যাচে খেলবেন না, সেটা ঘোষণা করা হয়েছিল আগেই। মেসিকে ছাড়াই ইরাককে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। ব্রাজিলের বিপক্ষে ম্যাচের আগে কোচ লিওনেল স্কালোনি বলছেন, মেসিকে ছাড়াই ভালো খেলা শিখতে হবে আর্জেন্টিনাকে।

    বিশ্বকাপের পর থেকেই জাতীয় দল থেকে দূরে আছেন মেসি। কবে ফিরবেন, সেটা অন্যদের মতো জানেন না কোচ স্কালোনিও। অনেকেই ধারণা করছেন, আর্জেন্টিনার জার্সি গায়ে হয়ত আর কখনোই দেখা যাবে না মেসিকে।

    এই কঠিন বাস্তবতার কথা মাথায় রেখেই দলকে এগিয়ে যেতে বললেন স্কালোনি, ‘আমি বিশ্বাস করি মেসি অবশ্যই ফিরবে। কিন্তু যদি সে নাই ফেরে, তাহলে তো সব থেমে থাকতে পারে না তাইনা? দল হিসেবে আমাদের মেসিকে ছাড়াই খেলার অভ্যাস করতে হবে। এমনভাবে নিজেদের গড়ে তুলতে হবে যেন মেসিকে প্রয়োজন না হয়। অন্য দল যেন সহজে আমাদের হারাতে না পারে সেই অবস্থায় নিয়ে যেতে হবে নিজেদের।’

    নভেম্বর পর্যন্ত ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল স্কালোনিকে। এই সময়ের মাঝেই মেসিকে দলে ফেরানোর ব্যাপারে রাজি করাতে চান স্কালোনি, ‘নভেম্বর পর্যন্ত দায়িত্বে আছি। জানি না এরপর কে কোচ আসবে। আমি তো মেসিকে ফেরানোর জন্য তার সাথে আলোচনায় বসেছিলাম। আমি চেষ্টা করছি, আশা করি নতুন যিনি আসবেন তিনিও একই কাজ করবেন।’

    আগামী মঙ্গলবার ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা।