"ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যে আবার 'প্রীতি' ম্যাচ হয় নাকি?"
হোক না প্রীতি ম্যাচ, ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই যেন বাড়তি উত্তেজনা। 'সুপার-ক্লাসিকোকে’ ঘিরে দর্শকের আগ্রহটাও থাকে অন্য দশটা ম্যাচের চেয়ে অনেক বেশি। পরশু প্রীতি ম্যাচে মুখোমুখি হবে লাতিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী। আর্জেন্টিনা ফরোয়ার্ড মাউরো ইকার্দি বলছেন, ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ কখনোই ‘প্রীতি’ ম্যাচ হয় না।
প্রায় শতবছর ধরে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্ব নিয়ে দুই দেশের লড়াই। কোপা আমেরিকা ছাড়াও প্রীতি ম্যাচে ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হলেই দেখা মেলে ধ্রুপদী এই লড়াইয়ের। মাঠের লড়াইয়ের পাশাপাশি চলে কথার লড়াইও। এই নিয়ে ১০৪ বার মুখোমুখি হয়েছে দুই দল। এর মাঝে আর্জেন্টিনা জিতেছে ৩৮টি ম্যাচ, ব্রাজিল জিতেছে ৪০ টি। শেষবার গত বছরের জুনে প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা।
ইকার্দি মনে করেন, আদতে ‘প্রীতি’ ম্যাচ হলেও উত্তেজনার পারদ থাকবে তুঙ্গেই, ‘আর্জেন্টিনা-ব্রাজিলের মাঝে আসলে প্রীতি ম্যাচ বলে কিছু নেই! এই ম্যাচটা ঘিরে অনেক উত্তেজনা থাকবে। ব্রাজিলের সাথে ম্যাচ মানেই একটু অন্যরকম ব্যাপার। মাঠে সেটা কখনোই ‘প্রীতি’ ম্যাচের মতো থাকে না।’
লিওনেল মেসি দলে নেই, কবে ফিরবেন সেটাও কেউ জানেন না। গত ম্যাচে নতুনরাই ইরাকের বিপক্ষে ৪-০ গোলের জয় এনে দিয়েছিল আর্জেন্টিনাকে। নতুনরাই এগিয়ে নিয়ে যাবে আর্জেন্টিনাকে, বিশ্বাস ইকার্দির, ‘আমরা নতুনভাবে শুরু করেছিল সবকিছু। অনেক তরুণ ফুটবলার দলে এসেছে, ভালো পারফর্ম করছে। এটা অনেক ভালো একটা লক্ষণ। আশা করি এই দলটা ইরাকের বিপক্ষে ম্যাচের মতো ব্রাজিলের বিপক্ষেও ভালো খেলবে।’
মঙ্গলবার সৌদি আরবের জেদ্দায় মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা।