• লা লিগা
  • " />

     

    সেই বার্সা ইতিহাসে একবারই আসে: গার্দিওলা

    সেই বার্সা ইতিহাসে একবারই আসে: গার্দিওলা    

     

    সম্ভাব্য সব ট্রফিই জিতেছিল দলটি। পেপ গার্দিওলার সেই বার্সেলোনা একটা সময় ছিল অজেয়। বার্সার সেই দিন আর নেই, কাতালান ক্লাবে নেই গার্দিওলাও। গার্দিওলা বলছেন, তার গড়া ওই বার্সেলোনা দল দ্বিতীয়বার হওয়া সম্ভব না।

    ২০০৮ থেকে ২০১২, চার বছরে মন্ত্রমুগ্ধকর ‘টিকি-টাকা’ ফুটবলে বার্সাকে নিয়ে গিয়েছিলেন অন্য উচ্চতায়। গার্দিওলার অধীনে বার্সা জিতেছিল দুটি চ্যাম্পিয়নস লিগ, তিনটি লা লিগা ও স্প্যানিশ সুপার, দুটি করে ক্লাব বিশ্বকাপ, কোপা ডেল রে ও ইউরোপিয়ান সুপার কাপ।

    বার্সেলোনার মতো সর্বজয়ী দল হয়ত আর কখনোই আসবে না, বলছেন গার্দিওলা, ‘ওটা এক জীবনে একবারই হয়। ওই দিনগুলোর কথা মনে পড়লে স্মৃতিকাতর হয়ে পড়ি। আজও ওই দলটা নিয়ে কথা হয়। আমি বিশ্বাস করি যুগের পর যুগ ধরে ওই বার্সেলোনা দলকে নিয়ে ফুটবল ভক্তরা কথা বলবে। মেসি, জাভি, ইনিয়েস্তা, পুয়োলদের নিয়ে গড়া সেই দলটা কি দারুণ ছিল! ওই দলের অংশ হতে পারাটা বিশেষ কিছু ছিল আমাদের সবার জন্য।’

    বার্সেলোনা ছেড়েছেন ২০১৩ সালে। এরপর বায়ার্ন মিউনিখেও জিতেছেন অনেক কিছুই। বায়ার্ন ছেড়ে ম্যানচেস্টার সিটির দায়িত্ব নেওয়ার পর গতবার রেকর্ড গড়ে জিতেছেন প্রিমিয়ার লিগ। তবুও সিটিকে চ্যাম্পিয়নস লিগ জেতাতে না পারার হতাশা ঝরল গার্দিওলার কণ্ঠে, ‘ চ্যাম্পিয়নস লিগে সিটির সেরা অর্জন ২০১৬ সালে সেমিতে ওঠা। আমরা আসলে এখনো জানিনা আমরা চ্যাম্পিয়নস লিগ জেতার জন্য তৈরি কিনা। আমাদের তো সেই ইতিহাসও নেই! কিন্তু চেষ্টার কোনো কমতি রাখছে না দলের সবাই। ভবিষ্যতে কী হয় সেটা তখনই দেখা যাবে।’