• " />

     

    রুটদের অনুশীলনে সাপের হানা

    রুটদের অনুশীলনে সাপের হানা    

     

    সাপের কামড়ে বিশ্বে সবচেয়ে বেশি লোক মারা যায় শ্রীলঙ্কায়। সেখানে ক্রিকেট মাঠে সাপ ঢুকে যাওয়ার ঘটনা তাই খুব বিস্ময়কর কিছু নয়। ইংল্যান্ড দলের ভাগ্য ভালো, খেলোয়াড়দের কামড়-টামড় খেতে হয়নি। কিছু করার আগেই বিষধর গোক্ষুরটা আটক করে ফেলেছে গ্রাউন্ডসম্যানরা।

    জানা গেছে, প্যাভিলিয়ন ও নেট করার এলাকার মধ্যে একটা ফুলের ঝাড়ে লুকিয়ে ছিল ওই গোখরা সাপ। আবিষ্কার করার পর একটা পাইপের মধ্যে সেটাকে ভরে ফেলেন গ্রাউন্ডসম্যানরা। বেশি বড় না, তিন ফুটের মতো লম্বা ছিল সেটি। তবে পাশ দিয়ে যেতে যেতে ইংল্যান্ড কোচ ট্রেভর বেলিস মন্তব্য করছিলেন, ছোট সাপ থাকলে আশেপাশে কোথাও বড় একটা আছে।

    ক্যান্ডির এই মাঠেই বুধবার ও শনিবার হবে সিরিজের তৃতীয় ও চতুর্থ ওয়ানডে। আর শেষ ওয়ানডে হবে কলম্বোয়। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে এগিয়ে আছে ইংল্যান্ড।