মেসির না খেলা ফুটবলের জন্য দুঃখজনক: নেইমার
বিশ্বকাপের পর থেকেই জাতীয় দলের হয়ে মাঠে নামেননি তিনি। লিওনেল মেসি কবে ফিরবেন, সে নিয়েও জেগেছে প্রশ্ন। গত কয়েক মাসের প্রীতি ম্যাচের মতো আজ ব্রাজিলের বিপক্ষেও তাই থাকছেন না আর্জেন্টাইন অধিনায়ক। মেসির এক সময়ের বার্সেলোনা সতীর্থ নেইমার বলছেন, মেসির না খেলাটা ফুটবলের জন্যই দুঃখজনক।
মেসি যত বেশি খেলবেন, ফুটবলের জন্যই সেটা ভালো, মানছেন নেইমার, ‘মেসি অনেকদিন ধরেই জাতীয় দলে খেলছেন না, ব্যাপারটা দুঃখজনক। মেসি ফুটবলের জন্য বিশেষ কিছু। সে যত বেশি খেলবে, এটা ফুটবল ও ফুটবল ভক্তদের জন্যই ভালো। আশা করি সে দ্রুতই ফিরবে।’
আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটা একটু বিশেষভাবেই নিচ্ছেন নেইমার, ‘দলের সবার সাথে কথা হয়েছে। আর্জেন্টিনা আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী, তাদের সাথে ম্যাচ মানেই বিশেষ কিছু। তাদের বর্তমান দলটাও দারুণ খেলবে। ভালো একটা ম্যাচ হবে, এটাই সবার চাওয়া।’
মেসি, মাসচেরানো না থাকায় অনেকটাই তরুণ এই আর্জেন্টিনা দল। নেইমার মনে করেন, আর্জেন্টিনার মতো ব্রাজিলও একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, ‘আমাদেরও কয়েকজন তরুণ ফুটবলার আছে। সবাই তাদের যোগ্যতা দিয়েই জাতীয় দলে এসেছে। তারা নিজেদের সেই অভিজ্ঞতা এখানেও তুলে ধরতে পারবে। নিজের সেরাটা দিলে ভালো ফলাফল আসবেই।’
আজ রাত ১২টায় জেদ্দায় মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। প্রীতি ম্যাচ হলেও এই ম্যাচে থাকছে ট্রাইবেকার।