১২ বছরের জেল হতে পারে তুরানের
সাবেক বার্সেলোনা মিডফিল্ডার আর্দা তুরান নাইটক্লাবে মারামারিতে জড়িয়ে শিরোনাম হয়েছেন। তাতেই থামছে না বিষয়টি, প্রসিকিউটিররা বলছেন দোষী প্রমাণিত হলে ১২ বছরের কারাদন্ড হতে পারে তুরস্ক মিডফিল্ডারের।
৩১ বছর বয়সী তুরান আর পপ গায়ক বের্কে সাহিনের বিবাদের শুরু নাইটক্লাব থেকে। সাহিনের স্ত্রীকে নিয়ে মন্তব্য করেছিলেন তুরান- তার বিরুদ্ধে সাহিনের অভিযোগ ছিল এটাই। এরপর বাকিদের সহযোগিতায় মারামারি থামলে সাহিনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেও গিয়ে হানা দেন তুরান, তাও আবার অস্ত্র হাতে নিয়ে ঢুকে পড়েন হাসপাতালে।
যৌন হয়রানি, লাইসেন্সবিহীন অস্ত্র, জননিরাপত্তা হানি ও উদ্দেশ্যমূলকভাবে কাউকে আঘাত করার কারণে শাস্তি হতে পারে তুরানের। তুরস্কের সরকারি চ্যানেল বলছে, শাস্তির মেয়াদটা সাড়ে বছরের।
বার্সেলোনা থেকে ধারে ইস্তানবুল বাসাকসেহিরের হয়ে খেলছেন তুরান।