• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    মেসিও ইউনাইটেডে এলে খারাপ খেলবে: স্কোলস

    মেসিও ইউনাইটেডে এলে খারাপ খেলবে: স্কোলস    

     

    হোসে মরিনহোকে নিয়ে মৌসুমের শুরু থেকেই সমালোচনায় মুখর তিনি। ম্যানচেস্টার ইউনাইটেডের সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সে যারপরনাই হতাশ সাবেক ইউনাইটেড মিডফিল্ডার পল স্কোলস। স্কোলস এবার বলছেন, খোদ লিওনেল মেসি এলেও ইউনাইটেডের দুরবস্থা কাটাতে পারবেন না!

    প্রিমিয়ার লিগে অষ্টম স্থানে আছে ইউনাইটেড। আট ম্যাচে তিনটিতেই হেরেছে তারা। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে এরই মাঝে সাত পয়েন্ট পিছিয়ে গেছে মরিনহোর দল। একের পর এক ম্যাচে পয়েন্ট খুইয়ে মরিনহোর এখন চাকরি নিয়েই টানাটানি!

    স্কোলস মনে করেন, মরিনহোর দলে মেসি আসলেও ইউনাইটেডের জন্য জয় পাওয়া কঠিন হবে, ‘যে ফুটবলারই এই ক্লাবে আসছে, তারাই খেই হারিয়ে ফেলছে। এই মুহূর্তে যদি মেসিকে আনা হয় ইউনাইটেডে, সেও মনে হয় খারাপ খেলবে! এটা অদ্ভুত শোনা গেলেও সত্য।’

    ইউনাইটেডের বর্তমান অবস্থা দেখে লিভারপুল ও অন্য ক্লাবের সবাই হাসাহাসি করছে বলেই বিশ্বাস স্কোলসের, ‘লিভারপুল, সিটির সমর্থকরা তো আমাদের দেখে হাসছে! যেমনটা একটা সময় আমরা তাদের দেখে হাসতাম। তারা আসলেই সব ঠিকঠাক মতো করছে, দারুণ খেলছে তাদের দল। আমরাই শুধু পারছি না।’