• ফ্রেঞ্চ লিগ ওয়ান
  • " />

     

    কোচ অঁরি অনুসরণ করবেন গার্দিওলাকে

    কোচ অঁরি অনুসরণ করবেন গার্দিওলাকে    

     

    বিশ্বকাপে বেলজিয়ামের সহকারী হিসেবে দারুণ সাফল্য পেয়েছিলেন তিনি। এবার সহকারী নয়, প্রধান কোচ হিসেবেই ফরাসি ক্লাব মোনাকোর দায়িত্ব আসল থিয়েরি অঁরির কাঁধে। কোচ হিসেবে যাত্রা শুরুর আগে অঁরি বলছেন, কোচিংয়ে তার আদর্শ ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা।

    মোনাকোতেই শুরু হয়েছিল ফুটবলের যাত্রা। সেই মোনাকোতেই ফিরলেন অঁরি, তবে এবার কোচের ভূমিকায়। মোনাকোতে দলকে কীভাবে সাজাবেন? কী কৌশলই বা অবলম্বন করবেন অঁরি? অঁরি বলছেন, সব বিষয়ে অনুসরণ করবেন গার্দিওলাকেই, যার অধীনে বার্সাতে খেলে জিতেছেন দুটি লা লিগা ও একটি চ্যাম্পিয়নস লিগ, ‘অবশ্যই আমি গার্দিওলাকে অনুসরণ করব। সে খেলাটাকে অনেক এগিয়ে দিয়েছে বার্সেলোনাতে থাকার সময়ে। আমি চেষ্টা করব মোনাকোতে সেরকম কিছু করার। তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। সে তো ফুটবল নিয়ে সারাক্ষণই কথা বলতে পারে। আপনি কথা বলতে বলতে ঘুমিয়ে যাবেন, তাও সে বলতেই থাকবে!’

    ১৯৯৭ সালে অঁরির কল্যাণেই লিগ ওয়ান শিরোপা জিতেছিল মোনাকো। এবার অবনমন থেকে মাত্র তিন ধাপ ওপরে থাকা মোনাকোর দায়িত্ব নিয়েছেন তিনি। অঁরি বিশ্বাস করেন, মৌসুম শেষে দলের এই দুরবস্থা থাকবে না, ‘আমার চেষ্টা থাকবে দলে যতটা সম্ভব ওপরের দিকে নিয়ে আসা। টানা কিছু জয় পেলেই সবার মাঝে আত্মবিশ্বাসটা ফিরে আসবে।’

    ফুটবলার হিসেবে মোনাকোর হয়ে লিগ ওয়ান জিতেছিলেন অঁরি। কোচ হিসেবেও কি পারবেন?