• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    ফিফা গেমেও থাকছেন বোল্ট?

    ফিফা গেমেও থাকছেন বোল্ট?    

    ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে অবসর নিয়েছেন এক বছর হল। এরপর ফুটবলে মন দিয়েছেন ইতিহাসের দ্রুততম দৌড়বিদ। এখন খেলছেন অস্ট্রেলিয়ার এ লিগের ক্লাব সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে। এখনও পেশাদার চুক্তি করেননি ক্লাবটির সঙ্গে, কিন্তু  কয়েকদিন আগেই গোলের খাতা খুলেছেন ক্লাবের হয়ে। এরপর ইউরোপের এক ক্লাবের কাছ থেকেও পেয়েছেন চুক্তির প্রস্তাব। মাল্টার ক্লাব ভালেত্তা এফসি তাকে দলে নিতে চায় দুই বছরের জন্য, খেলতে চায় চ্যাম্পিয়নস লিগও। 

    বোল্ট তাই এখন পুরোদস্তুর ফুটবলারই হতে যাচ্ছেন। তাই ইএ স্পোর্টসও সিদ্ধান্ত নিয়েছে, নিজেদের গেম ফিফা ১৯ এই দেখা যাবে তাকে। ফিফা ১৯ অবশ্য রিলিজ হয়ে গেছে আগেই, জানুয়ারির আপডেটে খুঁজে পাওয়া যাবে বোল্টকে। ফক্স স্পোর্টস এশিয়াকে এই খবর নিশ্চিত করেছে ইএ স্পোর্টস। সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের সঙ্গে বোল্টের চুক্তি হয়ে গেলেই গেমে থাকবেন বোল্ট। আর চুক্তি না হলে বোল্ট থাকতে পারেন ফ্রি এজেন্ট হিসেবে। আর হ্যাঁ, গেমের দ্রুততম খেলোয়াড় হবেন বোল্টই!