• সিরি আ
  • " />

     

    রোনালদোকে না খেলানোর কোনো যুক্তি নেই: আলেগ্রি

    রোনালদোকে না খেলানোর কোনো যুক্তি নেই: আলেগ্রি    

     

    ধর্ষণের অভিযোগে টালমাটাল তার ক্যারিয়ার। গত কয়েক সপ্তাহে নিজের পক্ষে-বিপক্ষে অনেক কিছুই শুনতে হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোকে। অনেকেই মনে করেছিলেন, এসবের মাঝে হয়ত জুভেন্টাসের হয়ে নাও খেলতে নামতে পারেন তিনি। জুভেন্টাস কোচ মাসিমিলানো আলেগ্রি অবশ্য বলছেন, রোনালদোকে না খেলানোর কোনও যুক্তিই খুঁজে পাচ্ছেন না তিনি।

    প্রথম কয়েক ম্যাচে গোলখরায় ভুগলেও এখন দারুণ ফর্মে আছেন রোনালদো। সিরি আর আট ম্যাচে সিআর সেভেনের এখন চার গোল, করেছেন পাঁচটি অ্যাসিস্টও। আলেগ্রি মনে করেন, ব্যক্তিগত ইস্যুর কারণে রোনালদোকে দলের বাইরে রাখতে চান না, ‘সে এসব নিয়ে মাথা ঘামাচ্ছে না, স্বাভাবিকভাবেই ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে। আর ওসব ব্যাপার নিয়ে আমার একদম মাথাব্যথা নেই, কারণ সেটা তার নিতান্তই ব্যক্তিগত ব্যাপার। সে এখন নিয়মিত গোল পাচ্ছে, গোল করাচ্ছেও। মৌসুমের এরকম সময়ে তার মতো ফুটবলারকে বসিয়ে রাখার কোনো যুক্তি খুঁজে পাই না।’

    এই মৌসুমে সিরি আতে টানা আট ম্যাচ জিতে শীর্ষে আছে জুভেন্টাস। তাদের চেয়ে ছয় পয়েন্ট পেছনে থেকে দ্বিতীয় স্থানে আছে নাপোলি। আলেগ্রি অবশ্য এতে তৃপ্তির ঢেকুর তুলতে চান না, ‘সিরি আতে জেতা সহজ না। আর টানা জয়ের মাঝে একটা ভয়ও কাজ করে, কারণ তখন সবার মাঝে একটা বিশ্বাস এসে যায় যে, সবসময়ই তারা জিতবে! এরকম ধারণা মনের মাঝে আসলে সেটা আসলেই বিপদ। জেনোয়ার বিপক্ষকে ম্যাচটা কঠিন হবে। আমাদের প্রতিপক্ষ ইন্টার, নাপোলিও ভালো খেলে চাপটা ধরে রাখছে।’

    রাতে ঘরের মাঠে জেনোয়ার মুখোমুখি হবে জুভেন্টাস।