• " />

     

    মোস্তাফিজকে ছেড়ে দিয়েছে মুম্বাই

    মোস্তাফিজকে ছেড়ে দিয়েছে মুম্বাই    

    মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে তার আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ানস। দক্ষিণ আফ্রিকান ওপেনার কুইন্টন ডি কককে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু থেকে কিনতে মোস্তাফিজ ও শ্রীলঙ্কান অফস্পিনার আকিলা দনঞ্জয়াকে মুম্বাই ছেড়ে দিয়েছে বলে জানাচ্ছে ইএসপিএনক্রিকইনফো। ৪ লাখ ৩৭ হাজার ইউএস ডলারে ডি কককে গতবার দলে নিয়েছিল বেঙ্গালুরু, মুম্বাই তাকে কিনেছে সে দামেই। আর গতবার মোস্তাফিজের দাম ছিল ৩ লাখ ৪৩ হাজার ডলার, দনঞ্জয়াকে মুম্বাই নিয়েছিল ৭৮ হাজার ডলারে। 

    ২০১৭ সালে সানরাইজার্স হায়দরাবাদে খেলেছিলেন মোস্তাফিজ, গত মৌসুমে মুম্বাইয়ের হয়ে নিয়েছিলেন ৭ উইকেট। 

    ক্রিকেটার ট্রান্সফারের ক্ষেত্রে আইপিএলে এখন দুইটি উইন্ডো আছে। একটা মৌসুম শেষের পর থেকে নিলামের আগ পর্যন্ত, আরেকটি নিলাম থেকে টুর্নামেন্ট শুরু পর্যন্ত। গত মৌসুম থেকে অবশ্য মৌসুমের মাঝেও সর্বোচ্চ দুইটি ম্যাচ খেলা ক্রিকেটারদের ট্রান্সফারের সুযোগ রেখেছে ভারতের এই টি-টোয়েন্টি লিগ। 

    ১৫ নভেম্বরের মাঝে ক্রিকেটার ধরে রাখার তালিকা দিতে হবে দলগুলোকে। ডিসেম্বরের মাঝামাঝি হতে পারে এবারের আইপিএলের নিলাম। 

    ভারতের জাতীয় নির্বাচনের জন্য অবশ্য আইপিএলের ভেন্যু নিয়ে উঠেছে প্রশ্ন। আইপিএল কমিটি অপেক্ষা করছে ভারতের নির্বাচন কমিশনের জন্য। ২০১৪ সালে একই পরিস্থিতিতে পড়েছিল আইপিএল, টুর্নামেন্টের শুরুর অংশ তখন হয়েছিল আরব আমিরাতে।