• লা লিগা
  • " />

     

    ক্লাসিকোর নতুন 'নায়ক' হওয়ার সুযোগ হারালেন ভিনিসিয়াস

    ক্লাসিকোর নতুন 'নায়ক' হওয়ার সুযোগ হারালেন ভিনিসিয়াস    

    দীর্ঘ ১১ বছর পর এল-ক্লাসিকোতে নেই মেসি-রোনালদোর কেউই। রিয়ালের হয়ে খেলতে নেমে হয়ত ক্লাসিকোর নতুন ‘নায়ক’ হতে পারতেন তিনিই। রিয়ালের 'ভবিষ্যৎ তারকা' ভিনিসিয়াস জুনিয়র সেই সুযোগটা হারালেন। রিয়াল বি দলের হয়ে খেলতে নেমে লাল কার্ড দেখে এল ক্লাসিকোতে নিষিদ্ধ হলেন তিনি।

    লা লিগার নতুন নিয়ম অনুযায়ী, শুধু বড়দের লিগে নয়, বি দলে লাল কার্ড দেখলেও লিগের পরের ম্যাচ খেলতে পারবেন না কেউ। ভিনিসিয়াস কাল খেলতে নেমছিলেন সেল্টা ভিগো বি দলের বিপক্ষে। ৮৩ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে ছিল রিয়াল। এরপর দারুণ এক ফ্রি কিকে সমতা ফেরান ভিনিসিয়াস।

    এর দুই মিনিট পরেই অবশ্য দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। পেনাল্টি বক্সের একটু বাইরে ডাইভ দেওয়ার অপরাধে তাকে হলুদ কার্ড দেখান রেফারি। দুই হলুদ কার্ড দেখে মাঠের বাইরে চলে চান ভিনিসিয়াস। একই সাথে শেষ হয়ে যায় নিজের প্রথম লা লিগার ক্লাসিকো খেলার স্বপ্নও।

    ২৮ অক্টোবর ক্লাসিকোর মুখোমুখি হবে বার্সেলোনা-রিয়াল। ইনজুরির কারণে গত পরশুই এই ম্যাচ থেকে ছিটকে গেছেন মেসি।