মেসি নেই বলেই লড়াইটা হবে সমানে সমান: ইকার্দি
সেভিয়ার বিপক্ষে মাত্র ১৭ মিনিটের মাথায়ই ইনজুরিতে পড়ে মাঠ ছেড়েছিলেন তিনি। খেলায় ফিরতে বার্সেলোনার লিওনেল মেসির লাগতে পারে প্রায় তিন সপ্তাহ। কাল চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ইন্টার মিলানের বিপক্ষে তাই থাকছেন না মেসি। ইন্টার অধিনায়ক মাউরো ইকার্দি বলছেন, মেসি না থাকাতেই দুই দলের লড়াইটা সমানে সমান হবে।
মাটিতে পড়ে হাতে ব্যথা পেয়েছেন মেসি। অস্ত্রোপচার না লাগলেও বেশ লম্বা সময় তাকে মাঠের বাইরেই থাকতে হবে। মেসি মিস করবেন আগামী সপ্তাহের এল ক্লাসিকোও। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ইন্টারের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেও দর্শক হয়ে থাকতে হবে তাকে।
মেসির বিপক্ষে খেলতে না পেরে হতাশ ইকার্দি, ‘মেসির মতো ফুটবলারের বিপক্ষে খেলাটা সবসময়ই দারুণ ব্যাপার। এটা খুবই দুঃখজনক সে ইন্টারের বিপক্ষে খেলতে পারবে না। সে দ্রুত সুস্থ হয়ে উঠুক এটাই চাই।’
মেসি খেলবেন না বলেই লড়াইটা হবে সমানে সমান, মানছেন ইকার্দি, ‘তার না থাকাটা বার্সার জন্য অনেক বড় ক্ষতি। আর মেসি থাকবেন না, এটার মানে হচ্ছে ম্যাচে লড়াইটা সমানে সমান হবে! আমরা চেষ্টা করব নিজেদের সেরাটা দিয়ে তাদের হারিয়ে আসতে।’
কাল ক্যাম্প ন্যুতে মুখোমুখি বার্সা-ইন্টার।