শাখতারকে সহজেই হারাল সিটি
আগের ম্যাচে হফেনহেইমের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে জয় নিশ্চিত হয়েছিল। শাখতার দোনেস্কের সাথে ম্যানচেস্টার সিটিকে অবশ্য এতটা ঘাম ঝরাতে হয়নি। মেটালিস্ট স্টেডিয়ামে শাখতারকে ৩-০ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের পথে একধাপ এগিয়ে গেল পেপ গার্দিওলার দল। প্রথম ইংলিশ ক্লাব হিসেবে ইউরোপিয়ান টুর্নামেন্টে শাখতারের মাঠে জয় পেল সিটি।
ম্যাচের শুরু থেকেই সিটি বুঝিয়ে দেয়, শাখতার রক্ষণকে তারা আজ কোনো বিশ্রামই দেবেন না। প্রথম সুযোগ আসে ১৪ মিনিটের মাথায়। ডেভিড সিলভার থ্রু বলে গ্যাব্রিয়েল হেসুসের শট ঠেকিয়ে দেন শাখতার গোলরক্ষক। ২০ মিনিটে আবারও হেসুসকে হতাশ করেন তিনি। দুই মিনিট পর রিয়াদ মাহরেজের শট অল্পের জন্য পোষ্টের বাইরে দিয়ে চলে যায়। ২৮ মিনিটে সিলভার শট পোস্টে লেগে ফিরে আসে।
৩০ মিনিটে সিটিকে এগিয়ে দেন সেই সিলভাই। বক্সের ভেতর বল পেয়ে বা পায়ের দারুণ এক শটে বল জালে জড়ান। পাঁচ মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করে সিটিজেনরা। কেভিন ডি ব্রুইনের নেওয়া কর্নার থেকে হেডে গোল করেন এমেরিক লাপোর্ত। বিরতির ঠিক আগে ব্যবধান কমাতে পারত শাখতার, ফার্নান্দোর শট ঠেকিয়ে দেন সিটি গোলরক্ষক।
দ্বিতীয়ার্ধেও বেশ কয়েকবার গোলের সুযোগ এসেছিল হেসুস, মাহরেজদের সামনে। প্রতিবারই তাদের হতাশ করেছেন পেতভ। ম্যাচের ৭০ মিনিটে দলের তৃতীয় গোল করে জয় নিশ্চিত করেন বেনার্দো সিলভা। দারুণ এক পাল্টা আক্রমণে মাহরেজের পাসে বল পেয়ে পেতভকে বোকা বানাতে ভুল করেননি। খেলার শেষ মিনিটে ব্যবধান আরও বাড়তে পারত, মাহরেজের শট পোস্টে লাগলে ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়তে হয় সিটিকে। এই জয়ে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এফ গ্রুপের শীর্ষে আছে সিটি। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে লিঁও। কাল নিজেদের ম্যাচে হফেনহেইমের সাথে ৩-৩ গোলে ড্র করেছে লিঁও।
অন্য ম্যাচে এইকে অ্যাথেন্সকে ২-০ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে বায়ার্ন মিউনিখ। ভ্যালেন্সিয়ার সাথে ১-১ গোলে ড্র করেছে ইয়ং বয়েজ। সিএসকেএ মস্কোকে ৩-০ গোলে হারিয়েছে রোমা। বেনফিকার সাথে আয়াক্স জিতেছে ১-০ গোলে।