• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    মেসিকে ছাড়া খেলাটা বড় চ্যালেঞ্জ: ভালভার্দে

    মেসিকে ছাড়া খেলাটা বড় চ্যালেঞ্জ: ভালভার্দে    

     

    সেভিয়ার বিপক্ষে ম্যাচে পাওয়া সেই ইনজুরিতে প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। লিওনেল মেসিকে ছাড়াই তাই আজ ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোন। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বার্সা কোচ এরনেস্তো ভালভার্দে বলছেন, মেসিকে ছাড়া খেলাটা কাতালানদের জন্য বড় একটা চ্যালেঞ্জ।

    মৌসুমের শুরু থেকেই বরাবরের মতো বার্সার রক্ষাকর্তা সেই মেসিই। ইন্টার অধিনায়ক মাউরো ইকার্দি বলেছিলেন, মেসি নেই বলেই বার্সার সাথে লড়াইটা হবে সমানে সমান। ভালভার্দেও মনে করেন, মেসি না থাকাটা বড় একটা ইস্যু, ‘অবশ্যই সে না থাকায় খেলায় প্রভাব পড়বে। এই ম্যাচে ভালো করা আমাদের জন্য চ্যালেঞ্জ। আমরা তাকে খুবই মিস করব। যদিও তার অভাব বুঝতে না দেওয়ার মতো ফুটবলার আমাদের দলে আছে।’

    মেসি ছাড়া বার্সাকে আরও দলবদ্ধভাবে খেলতে হবে, সতর্ক করলেন ভালভার্দে, ‘মেসি যে নেই, এটা যতটা সম্ভব কম বুঝতে দিতে হবে। এজন্য দলের সবার মাঝে বোঝাপড়াটা আরও ভালো হতে হবে। পুরো দল যদি এক হয়ে খেলতে পারে, তাহলে মেসিকে ছাড়াই আমরা জিতব।’

    রাতে ন্যু ক্যাম্পে মুখোমুখি হবে বার্সা-ইন্টার। দুই দলই গ্রুপের আগের দুই ম্যাচে জিতেছে।