মেসিকে ছাড়াই রিয়ালকে হারাবে বার্সা: গ্রিজমান
জুভেন্টাসে যাওয়ায় এল-ক্লাসিকো থেকে আগেই বাদ হয়ে গিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিছুদিন আগে লা লিগায় সেভিয়ার বিপক্ষে হাতে আঘাত পেয়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে গেছেন বার্সেলোনার লিওনেল মেসিও। অ্যাটলেটিকো মাদ্রিদের আতোইন গ্রিজমান বলছেন, মেসিকে ছাড়াই ক্লাসিকোতে রিয়ালকে হারাবে বার্সা।
১১ বছর পর মেসি-রোনালদোহীন এল ক্লাসিকো দেখবে লা লিগা। মেসিকে ছাড়া কেমন খেলবে বার্সা, এ নিয়ে প্রশ্ন উঠেছিল চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের ম্যাচের আগে। সেই পরীক্ষায় অবশ্য ভালোভাবেই উতরে গেছে কাতালানরা।
গ্রিজমানের বিশ্বাস, ক্লাসিকোতে মেসিকে ছাড়াই জিতবে বার্সা, ‘সব ক্লাসিকোর মতো এই ম্যাচটাও দারুণ উত্তেজনাপূর্ণ হবে। মেসি খেলতে পারবে না, এটা সব ফুটবল ভক্তর জন্যই দুখের খবর। তবে মেসিকে ছাড়াও এই ম্যাচ জেতার মতো ফুটবলার বার্সার আছে। আর লিগের শিরোপা দৌড়ে ফিরতে হলে রিয়ালকে জিততেই হবে। ভালো একটা ম্যাচের আশাই করছি।’
এই মৌসুমে বার্সা, রিয়াল প্রায় প্রতি সপ্তাহেই পয়েন্ট হারাচ্ছে। দুই দলের এই অবস্থার ফায়দা নিতে চায় অ্যাটলেটিকো, জানালেন গ্রিজমান, ‘প্রতি বছরের মতো এবারও আমরা শিরোপার জন্যই লড়ছি। গতবার আমরা রানার্সআপ হয়েছিলাম। এবার বার্সা, রিয়াল সবাই নিয়মিত পয়েন্ট হারাচ্ছে। আমরা এটার ফায়দা নিয়ে এগিয়ে থাকতে চাই।’
আগামীকাল ন্যু ক্যাম্পে মুখোমুখি হবে বার্সা-রিয়াল।