• " />

     

    রংপুর রাইডার্সে এবি ডি ভিলিয়ার্স

    রংপুর রাইডার্সে এবি ডি ভিলিয়ার্স    

    রংপুর রাইডার্সের হয়ে বিপিএল খেলতে আসছেন সাবেক দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স, জানিয়েছে ইএসপিএনক্রিকইনফো। দ্বিতীয় অনিবন্ধিত বিদেশী ক্রিকেটার হিসেবে রংপুর নিয়েছে তাকে, এর আগে তারা চুক্তি করেছে ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলসের সঙ্গে। রংপুর ধরে রেখেছে ক্রিস গেইলকে। এছাড়া ধরে রাখা বাকি তিন ক্রিকেটার হচ্ছেন মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ মিঠুন ও নাজমুল ইসলাম অপু। 

    আগামি ৫ জানুয়ারি থেকে শুরু হতে পারে এবারের বিপিএল, যার ড্রাফট ২৮ অক্টোবর। এর আগে সিলেট সিক্সার্স দলে নিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে, ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার আন্দ্রে রাসেল খেলবেন ঢাকা ডায়নামাইটস-এ। 

    ড্রাফটের সবচেয়ে বড় আকর্ষণ অবশ্যই মুশফিকুর রহিম। রাজশাহী ছেড়ে দেওয়ায় মুশফিক এ+ ক্যাটাগরিতে থেকেও এখনো কোথাও নাম লেখাননি। তাঁর নামটাই সবার আগে ওঠার কথা ড্রাফটে, ভাগ্যবান দলের সুযোগ থাকছে তাঁকে ৭৫ লাখ টাকার এ+ ক্যাটাগরিতে কিনে নেওয়ার।

    ড্রাফটের আগে প্রতি দলে আছেন ছয়জন করে ক্রিকেটার, যার মধ্যে চারজনকে গত মৌসুম থেকে ধরে রেখেছে দলগুলো, বাকি দুইজন অনিবন্ধিত বিদেশী ক্রিকেটার। প্রতি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ১২ জন স্থানীয় ও ৯ জন বিদেশী ক্রিকেটারকে সাইন করাতে পারবে। এবার প্রতি একাদশে খেলাতে পারবে চারজন করে বিদেশী ক্রিকেটারকে।


    ড্রাফটের আগে বিপিএলে কে কোন দলে

    ঢাকা ডায়নামাইটস

    দেশীঃ সাকিব আল হাসান

    বিদেশীঃ সুনীল নারাইন, রভম্যান পাওয়েল, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, হজরতউল্লাহ যাজাই

     

    খুলনা টাইটানস

    দেশীঃ মাহমুদউল্লাহ, আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত

    বিদেশীঃ ডেভিড মালান, আলী খান, কার্লোস ব্রাথওয়েট

     

    কুমিল্লা ভিক্টোরিয়ান্স

    দেশীঃ তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাইফ উদ্দিন

    বিদেশীঃ শোয়েব মালিক, আসেলা গুনারত্নে, লিয়াম ডওসন

     

    রাজশাহী কিংস

    দেশীঃ মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, জাকির হাসান

    বিদেশীঃ কাইস আহমাদ, ক্রিশ্চিয়ান জনকার

     

    সিলেট সিক্সারস

    দেশীঃ নাসির হোসেন, সাব্বির রহমান, লিটন দাস

    বিদেশীঃ সোহেল তানভীর, ডেভিড ওয়ার্নার, সান্দিপ লামিচানে

     

    রংপুর রাইডার্স

    দেশীঃ মাশরাফি বিন মুর্তজা, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন

    বিদেশীঃ ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেইলস

     

    চট্টগ্রাম ভাইকিংস

    দেশীঃ সানজামুল ইসলাম

    বিদেশীঃ লুক রঙ্কি, সিকান্দার রাজা, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ শাহজাদ, রবার্ট ফ্রিলিঙ্ক