হেলিকপ্টার দুর্ঘটনায় লেস্টার সিটির মালিকের মৃত্যু
কিং পাওয়ার স্টেডিয়ামে মাত্র ঘণ্টাখানেক আগেই শেষ হয়েছে লেস্টার সিটি-ওয়েস্ট হাম ম্যাচ। ম্যাচ নিয়ে ফুটবল বিশেষজ্ঞদের আলোচনার অনুষ্ঠানের কক্ষের কাচের বাইরে দিয়ে দেখা গেলো, মাঠের ভেতর থেকে উড়াল নিচ্ছে একটি হেলিকপ্টার। সেই হেলিকপ্টারই কিছুদূর উড়তে না উড়তেই বিধ্বস্ত হলো স্টেডিয়ামের বাইরে। লেস্টার কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, এই দুর্ঘটনায় মারা গেছেন ক্লাবের মালিক ভিচাই শ্রীভাদ্দানাপ্রভা।
দুর্ঘটনার শিকার হেলিকপ্টারে ছিলেন শ্রীভাদ্দানাপ্রভা, এই আশংকা করা হচ্ছিল শুরু থেকেই। তবে শ্রীভাদ্দানাপ্রভা যে সত্যিই ওই হেলিকপ্টারে ছিলেন, সেটা দুর্ঘটনার পর থেকে পরিষ্কার করে বলা হয়নি লেস্টারের পক্ষ থেকে। অবশেষে দুর্ঘটনার একদিন পর ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রীভাদ্দানাপ্রভাসহ মারা গেছেন মোট পাঁচজন। শ্রীভাদ্দানাপ্রভার সাথে মারা গেছেন তার দুজন সহকর্মী নুরসারা শুকনামাই ও কাভেপরন পুনপারে। মারা গেছেন পাইলট এরিক সোয়াফার ও তার সহযোগী ইসাবেলা রোজাও।
২০১০ সালে লেস্টারকে কিনে নিয়েছিলেন শ্রীভাদ্দানাপ্রভা। তার আগমনের পরেই বদলে যেতে শুরু করে লেস্টার। দুই মৌসুম আগে এই লেস্টারই প্রিমিয়ার লিগ জিতে ইতিহাস গড়েছিল। মালিকের এমন মৃত্যুতে স্বভাবতই শোকের ছায়া নেমে এসেছে লেস্টারে। ফুটবলার, সমর্থক সবাই দিচ্ছেন শোকবার্তা।
আগামীকাল কিং পাওয়ার স্টেডিয়ামে ইংলিশ লিগের ম্যাচে সাউদাম্পটনের মুখোমুখি হওয়ার কথা ছিল লেস্টারের। শ্রীভাদ্দানাপ্রভার মৃত্যুতে সেই ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে।