• লা লিগা
  • " />

     

    রিয়ালের কোচ হচ্ছেন কন্তে?

    রিয়ালের কোচ হচ্ছেন কন্তে?    

     

    ক্লাসিকোতে হারলেই বরখাস্ত হবেন, এমন গুঞ্জন ছিল ম্যাচের আগে থেকেই। বার্সেলোনার মাঠে ৫-১ গোলের বড় ব্যবধানের হারের পর রিয়াল মাদ্রিদ কোচ হুলেন লোপেতেগির বিদায়ঘণ্টা হয়ত বেজেই গেলো। ধারণা করা হচ্ছে, আজকেই লোপেতেগিকে বরখাস্ত করবে রিয়াল। লোপেতেগির স্থলাভিষিক্ত হতে পারেন সাবেক চেলসি কোচ আন্তোনিও কন্তে।

    এই মৌসুমেই দুই বছর দায়িত্ব পালনের পর চেলসির কোচের পদ থেকে বরখাস্ত হয়েছিলেন কন্তে। লোপেতেগির বদলে রিয়ালের ডাগআউটে দেখা যেতে পারে তাকেই। স্প্যানিশ সংবাদমাধ্যম বলছে, গতকালের ম্যাচের পর রিয়াল প্রেসিডেন্ট পেরেজ কন্তের সাথে কথাও বলেছেন। রিয়ালের কোচ হিসেবে কন্তেকেই প্রথম পছন্দ পেরেজের। তবে চেলসির সাথে পাওনা টাকা নিয়ে কিছুটা ঝামেলায় আছেন কন্তে। যদি কন্তে দায়িত্ব নিতে না পারেন, তাহলে রিয়ালের পরবর্তী কোচ হতে পারেন রিয়ালের যুব দলের কোচ সান্তিয়াগো সোলারি।

    এদিকে বার্সার কাছে হারের পরেও লোপেতেগি বলছেন, রিয়ালের কোচের দায়িত্ব পালন করার যথেষ্ট সামর্থ্য এখনো আছে তার, ‘এরকম হার সবসময়ই মেনে নেওয়া কঠিন। বার্সেলোনার বিপক্ষে হলে তো সেটা আরো কষ্টদায়ক। কিন্তু আমি এখনো মনে করি, রিয়ালের কোচের দায়িত্ব পালন করার যথেষ্ট শক্তি আমার রয়েছে। দায়িত্বে থাকব কী থাকব না, সেটা আমার হাতে নেই।’

    দুঃসময় কাটিয়ে রিয়াল ঘুরে দাঁড়াবে, লোপেতেগির বিশ্বাস এমনটাই, ‘আমরা সবাই জানি হারলে সেটার দোষ সবার আগে কোচের ওপরই বর্তায়। কিন্তু আমরা ফুটবল খেলি সবাই মিলেই। দলে অনেক ইনজুরি আছে, সময়টাও খারাপ যাচ্ছে। আশা করি মৌসুমের বাকি সময়ে রিয়াল ঘুরে দাঁড়াবে। ধৈর্য রেখে আগাতে হবে, হতাশ হলে চলবে না।’

    লোপেতেগির ভাগ্যে কী আছে, সেটা হয়ত জানা যাবে কয়েক ঘণ্টার মাঝেই।