• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    পাঁচ বছরে এতো খারাপ অনুভূতি হয়নি: পচেত্তিনো

    পাঁচ বছরে এতো খারাপ অনুভূতি হয়নি: পচেত্তিনো    

    টটেনহামের দায়িত্ব নেওয়ার পর থেকেই বদলে দিয়েছেন দলকে। মাউরিসিও পচেত্তিনোর অধীনে এখন নিয়মিতই চ্যাম্পিয়নস লিগে খেলছে তারা, গতবার লিগে তৃতীয় হয়েছিল স্পার্স। এই মুহূর্তে লিগে টটেনহাম আছে পঞ্চম স্থানে। পচেত্তিনো বলছেন, ক্লাবে তার পাঁচ বছরের কোচিং ক্যারিয়ারে এতো খারাপ অনুভূতি তার আর হয়নি!

    লিগে ৯ ম্যাচে টটেনহামের জয় ৭টিতে, হার ২টি ম্যাচে। পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাবে, লিগে এর চেয়ে ভালো শুরু আগে কখনোই পায়নি তারা! তাহলে পচেত্তিনো কেনো এই মৌসুমকেই সবচেয়ে বাজে বলছেন? পচেত্তিনো আসলে খুশি নন অন্য কিছু ব্যাপার নিয়ে, ‘খুবই অদ্ভুত একটা মৌসুম যাচ্ছে। গত পাঁচ বছরে এরকমটা হয়নি, এটাই হয়ত সবচেয়ে বাজে! কিন্তু দল তো শুরুটা ভালো করেছে, তাহলে এমনটা হচ্ছে কেন? এটা বুঝানো কঠিন। অনেক কিছু নিয়েই আমি হতাশ। নতুন স্টেডিয়ামের জন্য অপেক্ষায় ছিলাম, সেটা হয়নি। কোনো নতুন ফুটবলারও কিনতে পারিনি। মিডিয়ার সাথে সবসময় ভালো সম্পর্ক থাকলেও এবার সেটাও হচ্ছে না।’

    ট্রফি জিততে হলে ক্লাবের এসব সমস্যার দ্রুত সমাধান করতে হবে, মানছেন পচেত্তিনো, ‘আমরা এখনো বড় কিছু জিতিনি। মনে হয় না ক্লাব ভবিষ্যতে কিছু জিততে চায়! অন্যরা কিন্তু আমাদের চেয়ে প্রতিনিয়তই এগিয়ে যাচ্ছে। লিগ হোক কিংবা চ্যাম্পিয়নস লিগ, শিরোপা জেতার জন্য অনেক সমস্যারই সমাধান করতে হবে।’

    রাতে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে টটেনহাম।