ওল্ড ট্রাফোর্ডে বসে খেলা দেখল সেই থাই কিশোররা
দুর্গম এক গুহাতে প্রায় ১৮ দিন আটকা ছিল তারা। শ্বাসরুদ্ধকর এক অভিযান শেষে থাইল্যান্ডের সেই ১২ কিশোর ফুটবলারকে উদ্ধার করা হয়। উদ্ধারের পরেই ম্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষ জানিয়েছিল, তাদের ওল্ড ট্রাফোর্ডে এনে খেলা দেখানোর আমন্ত্রণ জানানো হবে। অবশেষে সেই কিশোরদের স্বপ্ন পূরণ হলো। গতকাল ওল্ড ট্রাফোর্ডে বসেই এভারটনের বিপক্ষে ইউনাইটেডের ম্যাচ দেখছে তারা।
থাইল্যান্ডের ‘ওয়াইল্ড বোরস’ ক্লাবে খেলা ১২ কিশোরের গুহা থেকে উদ্ধার হওয়ার সেই ঘটনা বিশ্বজুড়েই সাড়া ফেলেছিল। ইউনাইটেড কর্তৃপক্ষের আমন্ত্রণে ওল্ড ট্রাফোর্ডে আসার কথা চলছিল বেশ কয়েকদিন আগে থেকেই। কাল ম্যাচ শুরুর অনেকটা আগেই সবাই চলে এসেছিল মাঠে। অনুশীলনের সময় পল পগবা, অ্যান্ডার হেরেরাদের সাথে দেখা করে ছবি তুলেছে তারা। দেখা হয়েছে কোচ হোসে মরিনহোর সাথেও।
ম্যাচ শুরুর আগে জামা পাল্টে নেয় সবাই, সবার পরনে ছিল ইউনাইটেডের দেওয়া পোশাক, গলায় ইউনাইটেডের মাফলার। ডিরেক্টরস বক্সে বসেই পুরো ম্যাচটা উপভোগ করেছে সবাই। সাথে ছিলেন থাইল্যান্ড থেকে আসা কয়েকজন কর্মকর্তাও। তাদের হতাশ করেননি পগবারা, এভারটনকে ২-১ গোলে হারিয়ে থাই কিশোরদের ওল্ড ট্রাফোর্ড ভ্রমণটা স্মরণীয় করে রাখলেন তারা।