• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    মাহরেজের গোলেই শীর্ষে ফিরল সিটি

    মাহরেজের গোলেই শীর্ষে ফিরল সিটি    

     

    গোল ব্যবধানে লিভারপুলের চেয়ে সাত গোলে এগিয়ে ছিল তারা। পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার জন্য ম্যানচেস্টার সিটির তাই শুধু জয়টাই দরকার ছিল। টটেনহামের মাঠে রিয়াদ মাহরেজের একমাত্র গোলে ১-০ ব্যবধানের জয় নিয়ে লিগের শীর্ষে ফিরল সিটি।

    ম্যাচের মাত্র ৬ মিনিটেই লিড পায় সিটি। রহিম স্টারলিংয়ের বাড়ানো বলে বক্সের ভেতর বল পান মাহরেজ। তার ডান পায়ের শট ঠেকাতে পারেননি হুগো লরিস। এই মৌসুমে এটি মাহরেজের পঞ্চম গোল। গোলটি তিনি উৎসর্গ করেছেন হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত লেস্টার সিটি মালিক ভিচাই শ্রীভাদ্দানাপ্রভাকে।

    ১২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করতে পারতেন স্টারলিং, ডেভিড সিলভার পাসে বল পেয়ে গোলপোস্টের দিকে শট নিয়েছিলেন ভালোভাবেই। তার সেই শট ঠেকিয়ে দেন লরিস। ২৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল পেতে পারতেন মাহরেজ, এবারও টটেনহামের রক্ষাকর্তা ছিলেন লরিসই। প্রথমার্ধে আরও বেশ কিছু সেভ করে টটেনহামকে খেলার রাখেন ফ্রেঞ্চ গোলরক্ষক।

    দ্বিতীয়ার্ধেও ছিল সিটিজেনদের দাপট। স্টারলিং, সিলভা, আগুয়েরো; সুযোগ মিস করেছেন সবাই। ৬৫ মিনিটে আগুয়েরোর দারুণ এক শট বাঁচিয়ে দেন লরিস। ৭৪ মিনিটে সমতা আনার সবচেয়ে সহজ সুযোগ এসেছিল স্পার্সদের সামনে। গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি এরিক লামেলা, এজন্য অবশ্য দুষতে পারেন মাঠের বেহাল দশাকেও। শেষ পর্যন্ত মাহরেজের ওই গোলেই জয় নিশ্চিত হয় পেপ গার্দিওলার দলের।

    ১০ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এলো সিটি। প্রথম ১০ ম্যাচে তারা গোল হজম করেছে মাত্র ৩টি। মৌসুমের শুরুতে এর চেয়ে কম গোল খেয়েছিল শুধু চেলসি, ২০০৪-০৫ মৌসুমে তারা প্রথম ১০ ম্যাচে হজম করেছিল মাত্র দুই গোল।