• আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    বিশ্বকাপে ধোনিকে দলে রাখতেই হবে: গাভাস্কার

    বিশ্বকাপে ধোনিকে দলে রাখতেই হবে: গাভাস্কার    

     

    ১৪ বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন মহেন্দ্র সিং ধোনি। সাম্প্রতিক সময়ে ফর্ম ভালো যাচ্ছে না ওয়ানডেতেও। আগামী বিশ্বকাপে দলে জায়গা পাবেন কিনা, সেটা নিয়েও উঠেছে নানা প্রশ্ন। সুনীল গাভাস্কার অবশ্য বলছেন, বিশ্বকাপে ভালো করতে হলে ধোনিকে দলে রাখতেই হবে বিরাট কোহলির।

    ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি ধোনির। ওয়ানডেতেও ব্যাট হাসছে না তার। এই বছর ১২ ইনিংসে ধোনির রান মাত্র ২৫২, গড় ২৫, স্ট্রাইক রেট ৬৮.১০। অনেকের শঙ্কা, বিশ্বকাপের আগে ওয়ানডে দলেও জায়গা হারাতে পারেন ধোনি।

    গাভাস্কার মনে করেন, ফর্ম যেমনই থাকুক, বিশ্বকাপের মতো টুর্নামেন্টে ধোনির অভিজ্ঞতা অবশ্যই লাগবে ভারতের, ‘ধোনিকে কোহলির দরকার। এটায় কোনো সন্দেহ নেই। ওয়ানডে ম্যাচের শেষের দিকে ধোনির বিচক্ষণতা বরাবরই ভারতকে জয় এনে দিয়েছে। কোথায় বল করতে হবে, কীভাবে ফিল্ডিং সাজাতে হবে সবকিছুই সে দারুণভাবে বুঝিয়ে দেয়।’

    ধোনির পাশাপাশি অন্যদেরও দায়িত্ব নেওয়ার আহবান গাভাস্কারের, ‘ধোনিকে তো বিশ্বকাপের দলে নিতেই হবে। তবে তার পাশাপাশি রোহিত, রাহানেদেরও এসব দায়িত্ব নিতে হবে। তাহলে কোহলির কাজটা আরও সহজ হয়ে যাবে। আর ধোনিকে এজন্যই হয়ত টি-টোয়েন্টি থেকে সরিয়ে রাখা হয়েছে, যেন অন্যরা ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার সুযোগটা পায়।’