'যোদ্ধা' রিয়াল অবশ্যই ঘুরে দাঁড়াবে: সোলারি
হুলেন লোপেতেগির বিদায়ের পর তার কাঁধে আসতে পারে সাময়িক দায়িত্ব, এটা জানতেন আগে থেকেই। লোপেতেগি বরখাস্ত হওয়ার পর অনুমেয়ভাবেই রিয়াল মাদ্রিদের দায়িত্বটা দুই সপ্তাহের জন্য নিতে হচ্ছে যুব দলের কোচ সান্তিয়াগো সোলারিকে। ক্লাবের কঠিন অবস্থায় দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে সোলারি বলছেন, 'যোদ্ধা' ও ‘চ্যাম্পিয়ন’ রিয়াল দল অবশ্যই ঘুরে দাঁড়াবে।
লা লিগায় বর্তমানে ৯ম স্থানে আছে রিয়াল। ক্লাসিকোতে বার্সেলোনার কাছে ৫-১ গোলে হারার পরদিনই বরখাস্ত হয়েছেন কোচ লোপেতেগি। এদিকে আন্তোনিও কন্তের সাথেও রিয়ালের আলোচনা পিছিয়ে গেছে। প্রাথমিকভাবে তাই দুই সপ্তাহের জন্য দায়িত্ব নিয়েছেন সোলারি।
একের পর এক হারে টালমাটাল অবশ্যই ঘুরে দাঁড়াবে, বিশ্বাস সোলারির, ‘এই দলটা চ্যাম্পিয়ন, যোদ্ধা। তারা ক্লাবের হয়ে অনেক কিছু জিতেছে। আবারও সেই অবস্থায় ফিরতে চায় সবাই। পরিস্থিতি তাদের পক্ষে নেই, কিন্তু আমি আগেও ঘুরে দাঁড়াতে দেখেছি রিয়ালকে। এরকম অবস্থায় তারা কষ্ট পাচ্ছে ঠিকই, তবে এই সময়েই সবার আসল রূপটা বের হয়ে আসে।’
আগামীকাল তৃতীয় বিভাগের দল মেলিলার বিপক্ষে কোপা ডেল রের ম্যাচ দিয়েই শুরু হবে সোলারির যাত্রা। সেই ম্যাচে জয় দিয়েই শুরু করতে চান তিনি, ‘মেলিলার বিপক্ষে ম্যাচটা অন্য সব ম্যাচের মতোই গুরুত্বপূর্ণ। আমরা জয়ের জন্যই খেলবো। ম্যাচটা সহজ হবে না।’
দায়িত্ব নিয়েছেন দুই সপ্তাহের জন্য। এর মাঝেই হয়ত নতুন কোচ পেয়ে যাবে রিয়াল। সাময়িক হলেও এই সময়টায় নিজের সর্বস্ব উজাড় করে দিতে চান সোলারি, ‘জীবনে সবই তো সাময়িক! পেশাদার কোচের ক্ষেত্রে এতো এটা আরও বেশি। প্রতিদিনই নিজের সেরাটা দিতে হবে। ফুটবলারদের ক্ষেত্রেও এটা প্রযোজ্যও। প্রতিটা অনুশীলন সেশন, প্রতিটা ম্যাচ, প্রতিটা মিনিটেই ভালো করতে হবে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। রিয়ালের কোচ হতে পেরে দারুণ উচ্ছ্বসিত। এর চেয়ে ভালো দায়িত্ব আর হতে পারে না।’
সোলারি দুই সপ্তাহে কতটুক সাফল্য পান, সেটা সময়ই বলে দেবে।