নির্ধারিত সময়ের আগেই ফিরবেন মেসি?
সেভিয়ার বিপক্ষে পাওয়া সেই ইনজুরির কারণে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যেতে হয়েছিল তাকে। লিওনেল মেসি তাই খেলতে পারেননি রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোতেও। সবাইকে অবাক করে দিয়ে সেই মেসিই নেমে গেছেন অনুশীলনে! শোনা যাচ্ছে, নির্ধারিত সময়ের আগেই সুস্থ হয়ে খেলায় ফিরতে পারেন মেসি।
২০ অক্টোবর সেভিয়ার সাথে ম্যাচের মাত্র ১৭ মিনিটেই ডান হাতে আঘাত পান মেসি। সাথে সাথেই মাঠ ছাড়েন। পরবর্তীতে বার্সা নিশ্চিত করে, আঘাতটা খুব বড় কিছু না হলেও তিন সপ্তাহের আগে খেলায় ফিরতে পারবেন না মেসি। সব টুর্নামেন্ট মিলিয়ে ছয় ম্যাচ নিশ্চিতভাবেই মিস করবেন মেসি, জানানো হয়েছিল এমনটাই।
দর্শক সারিতে বসে ক্লাসিকো দেখেছিলেন মেসি। আঘাত পাওয়া ডান হাত ছিল ব্যান্ডেজে বাধা। কাল বার্সেলোনার অফিশিয়াল টুইটারে জানানো হয়, মেসি দলের সাথে অনুশীলন শুরু করেছেন। অনুশীলনের সময় মেসির হাস্যজ্বল ছবিও দিয়েছে বার্সা।
২৪ নভেম্বর অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফেরার কথা মেসির। তবে কাল যেভাবে সতীর্থদের সাথে অনুশীলন করেছেন, তাতে গুঞ্জন উঠেছে খুব তাড়াতাড়িই হয়ত বার্সার হয়ে মাঠে নামতে পারেন মেসি।
মেসি শেষ পর্যন্ত কবে খেলায় ফিরবেন, সে ব্যাপারে এখনো নিশ্চিতভাবে কিছু বলেনি বার্সেলোনা।