লিবার্তোদোরেসের ফাইনালে দুই আর্জেন্টাইন চিরপ্রতিদ্বন্দ্বী
এমনটা আগে হয়নি কখনই। কোপা লিবার্তোদোরেসের ফাইনালের দুই দলই আর্জেন্টাইন। কেবল দুই দল বললে আসলে কমই বলা হয়, দুই চিরপ্রদ্বন্দ্বী- ফুটবলের ইতিহাসের গোঁড়ার দিক থেকে যাদের রেষারেষি চলে আসছে এখনও একইভাবে। এবারের কোপা লিবার্তোদোরেসের ফাইনালে উঠেছে বোকা জুনিয়র্স ও রিভারপ্লেট।
দুই দলের ফাইনালে ওঠাটা অবশ্য আরও মধুর গল্প রচনা করে। দুই দলই সেমিফাইনালে নিজ নিজ ম্যাচে হারিয়েছে ব্রাজিলের দুই ক্লাবকে। পালমেইরাসকে প্রথম লেগে ২-০ গোলে হারানোর পর দ্বিতীয় লেগের ম্যাচ হয়েছে ২-২ এ ড্র। তাতেই ১১ বছর পর ফাইনালে উঠেছে বোকা জুনিয়র্স। আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গ্রেমিওকে দ্বিতীয় লেগে ২-১ গোলে হারিয়ে চতুর্থ শিরোপার স্বপ্ন দেখছে রিভারপ্লেট।
ফাইনালের প্রথম লেগ হবে ১০ নভেম্বর বোকা জুনিয়র্সের মাঠ লা বোম্বোনেরায়। দ্বিতীয় লেগ একই মাসের ২৪ তারিখ মনুমেন্টার স্টেডিয়ামে। শিরোপা জিততে পারলে এই টুর্নামেন্টের ইতিহাসের সবচেয়ে বেশি শিরোপাজয়ী আরেক আর্জেন্টাইন ক্লাব ইন্ডিপেন্ডিয়েন্টের সমান ৭ শিরোপার মাইলফলক স্পর্শ করবে বোকা জুনিয়র্স।
দক্ষিণ আমেরিকার ফুটবলের চ্যাম্পিয়নস লিগ বলা যায় টুর্নামেন্টকে। কোপা লিবার্তোদোরেস চ্যাম্পিয়নই লাতিন আমেরিকার ক্লাব শ্রেষ্ঠত্বের পুরস্কার পায়। জয়ী দল অংশ নেয় ফিফা ক্লাব বিশ্বকাপেও।