• সিরি আ
  • " />

     

    সিরি আতে জুভেন্টাসের সেরা সূচনা

    সিরি আতে জুভেন্টাসের সেরা সূচনা    

     

    দুই ম্যাচ আগে জেনোয়ার সাথে ড্র করে থেমে গিয়েছিল জুভেন্টাসের টানা ৮ ম্যাচের জয়যাত্রা। পয়েন্ট হারানোর এক ম্যাচ পরেই অবশ্য এম্পোলির সাথে জিতেছিল তারা। কাল ক্যালিয়ারির বিপক্ষে জয় দিয়ে শীর্ষস্থানটা আরও সুসংহত করল তুরিনের বুড়িরা। ক্যালিয়ারিকে ৩-১ গোলে হারিয়ে লিগের ইতিহাসে নিজের সেরা সূচনা করল জুভেন্টাস।

    ম্যাচের মাত্র ৪৩ সেকেন্ডেই এগিয়ে যায় জুভরা। রদ্রিগো বেন্টাকুরের পাসে বল জালে জড়ান পাউলো দিবালা। এই মৌসুমে লিগে এটি তার ষষ্ঠ গোল। এই গোলের পর অবশ্য রেফারি ভিএআরের সাহায্যও নিয়েছিলেন অফ সাইডের অভিযোগ আসায়, শেষ পর্যন্ত টিকে যায় দিবালার গোল। ১০ মিনিটের মাথায় ব্যবধ্যান দ্বিগুণ করতে পারতেন রোনালদো, ডিয়েগো কস্তার পাসে তার শট ঠেকিয়ে দেন ক্যালিয়ারি গোলরক্ষক। ১৮ মিনিটে বক্সের ভেতর বেনাতিয়ার হাতে বল লাগার অভিযোগ এনে ক্যালিয়ারি পেনাল্টির জোরালো দাবি তোলে। রেফারি ভিএআরের সাহায্য নিলেও পেনাল্টি দেননি।

    ১৯ মিনিটে ডারিজো সারনার ক্রসে লিওনার্দো পাভোলেত্তির শট দারুণভাবে বাঁচিয়ে দেন জুভেন্টাস কিপার। ৩৬ মিনিটে জুভেন্টাসকে অবাক করে দিয়েই সমতা আনে ক্যালিয়ারি। জোয়া পেদ্রোর ডান পায়ের শট এবার আর ঠেকাতে পারেননি স্ট্যাসনি।

    পিছিয়ে পড়ার দুই মিনিটের মাথায়ই অবশ্য লিড ফিরে পায় জুভেন্টাস। ফিলিপ ব্রাডারিকের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে ক্যালিয়ারি। ৪১ মিনিটে গোলের সুযোগ নষ্ট করেন রোনালদো। বিরতির ঠিক আগে রোনালদোর শট পোস্টে লেগে ফিরে আসলে গোল পাওয়া হয়নি সিআর সেভেনের।

    দ্বিতীয়ার্ধে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি দুই দলের কেউই। ৮৩ মিনিটে আবারও রোনালদোর শট ঠেকিয়ে দেন ক্যালিয়ারি কিপার। ৮৬ মিনিটে প্রায় সমতা এনেই ফেলেছিল ক্যালিয়ারি। পাভোলেত্তির শট বাঁচিয়ে দিয়ে জুভেন্টাসকে এগিয়ে রাখেন স্ট্যাসনি। শেষ বাঁশি বাজার তিন মিনিট আগে রোনালদোর পাসে গোল করে দলকে স্বস্তির জয় এনে দেন হুয়ান কুয়াদ্রাদো।

    ১১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে জুভেন্টাস। এটাই তাদের সিরি অ্যা ইতিহাসের সেরা সূচনা। সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইন্টার মিলান।