ইন্টারের বিপক্ষেই ফিরছেন মেসি?
তিন সপ্তাহের আগে মাঠে ফেরার কথা ছিল না তাঁর। লিওনেল মেসি অবশ্য অনুশীলনে ফিরেছিলেন তিনদিন আগেই। বার্সেলোনা সতীর্থদের সাথে তাঁর এই অনুশীলন শুরুর পর গুঞ্জন উঠেছিল, নির্দিষ্ট সময়ের আগেই মাঠে ফিরতে পারেন মেসি। এবার খোদ বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভার্দে জানিয়েছেন, আগামী মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচেই দেখা যেতে পারে মেসিকে।
২০ অক্টোবর সেভিয়ার বিপক্ষে ম্যাচে ১৭ মিনিটের মাথায় ডান হাতে আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয় মেসিকে। এরপর বার্সার পক্ষ থেকে জানানো হয়েছিল, প্রায় তিন সপ্তাহের জন্য খেলতে পারবেন না মেসি। মেসিকে ছাড়াই চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলান ও লা লিগায় রিয়াল মাদ্রিদ ও ভায়োকানোর বিপক্ষে জিতেছে বার্সা।
গত বৃহস্পতিবার বার্সেলোনা অফিসিয়াল টুইটার থেকে জানানো হয়েছিল, মেসি সতীর্থদের সাথে অনুশীলনে ফিরেছেন। অনুশীলনে মেসির ছবি দেখে অনেকেই ধারণা করছিলেন, মেসিকে খুব দ্রুতই দেখা যাবে মাঠে। ভালভার্দেও সেই ইঙ্গিতই দিলেন, ‘দলে মেসি থাকলে আমরা আরও ভালো খেলি। সে আগামী কয়েকদিন অনুশীলনে কেমন করে সেটাই দেখার বিষয়। এটার ওপরই নির্ভর করবে সে ইন্টারের বিপক্ষে ফিরবে কিনা।’
আগামী মঙ্গলবার গ্রুপ পর্বের ম্যাচে ইন্টারের মুখোমুখি হবে বার্সেলোনা।