পয়েন্ট হারিয়ে 'রাগে ফুঁসছে' বায়ার্ন: কোভাচ
টানা ছয় মৌসুমে বুন্দেসলিগা শিরোপা উঠেছে তাদের ঘরে। গত ছয় বছর জার্মান লিগে বায়ার্ন মিউনিখের সামনে কেউ দাঁড়াতেই পারেনি। এবার মুদ্রার উল্টোপিঠ দেখছে বায়ার্ন, মৌসুমের শুরুতেই বেশ কয়েকবার হোঁচট খেয়েছে তারা। গতকাল ফ্রেইবার্গের সাথে ১-১ গোলে ড্র করার পর বায়ার্ন কোচ নিকো কোভাচ বলছেন, এরকম ফলাফলে রীতিমত রাগে ফুঁসছে তিনিসহ পুরো দল।
বুন্দেসলিগায় এখন পর্যন্ত ১০টি ম্যাচ খেলেছে বায়ার্ন। এর মাঝে ৬টিতে জিতেছে বায়ার্ন, হেরেছে ২টিতে, ২টি হয়েছে ড্র। ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বায়ার্ন, শীর্ষে থাকা ডর্টমুন্ডের সাথে ব্যবধান চার। চ্যাম্পিয়নস লিগেও গ্রুপ পর্বের ৩ ম্যাচের একটিতে ড্র করেছে বায়ার্ন।
কাল ফ্রেইবার্গের সাথে জিতলে ডর্টমুন্ডের সাথে ব্যবধান কমাতে পারত বায়ার্ন। ঘরের মাঠে পুরো সময়টা জুড়েই গোলের জন্য মরিয়া ছিলেন তারা। অবশেষে ৮০ মিনিটে সার্জি গ্যাব্রির গোলে এগিয়ে যায় বায়ার্ন। তবে ৮৯ মিনিটে ফ্রেইবার্গের লুকাস হোলারের গোলে পয়েন্ট হারাতে হয় বায়ার্নকে।
আবার পয়েন্ট হারিয়ে যারপরনাই হতাশ কোভাচ, ‘অসবার্গের বিপক্ষেও আমরা ৮৯ মিনিটে গোল খেয়ে পয়েন্ট হারিয়েছিলাম, ফ্রেইবার্গের বিপক্ষেও সেটাই হলো। শেষ মুহূর্তে গোল হজম করে দুই ম্যাচ মিলিয়ে চার পয়েন্ট হারালাম আমরা। এটা নিয়ে রেগে আছে সবাই, হতাশও বটে। কিন্তু এটাই ফুটবল। তিনদিন পরেই আবার মাঠে নামতে হবে আমাদের, সেটার জন্যই প্রস্তুতি নিতে হবে।’
আগামী বুধবার চ্যাম্পিয়নস লিগের ম্যাচে এইকে অ্যাথেন্সের মুখোমুখি হবে বায়ার্ন। এরপর ১০ নভেম্বর লিগের শীর্ষে থাকা ডর্টমুন্ডের বিপক্ষে মাঠে নামবে কোভাচের দল।