• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    বার্সার মতো প্রস্তুতি নিলে ইন্টার ১৮ গোলে হারবে: স্পালেত্তি

    বার্সার মতো প্রস্তুতি নিলে ইন্টার ১৮ গোলে হারবে: স্পালেত্তি    

     

    রাতে গুরুত্বপূর্ণ ম্যাচ, সারাদিনই তো প্রস্তুতিতেই কেটে যাওয়ার কথা। বার্সেলোনার ফুটবলাররা নাকি এসবের ধার ধারেন না, দুপুরে নিজেদের বাচ্চাকেও আনতে যান স্কুল থেকে! এরপর আস্তে ধীরে স্টেডিয়ামে গিয়ে অনুশীলন শুরু করেন। চ্যাম্পিয়নস লিগের ম্যাচের আগে ইন্টার মিলান কোচ লুসিয়ানো স্পালেত্তি বলছেন, বার্সার মতো প্রস্তুতি নিলে তারা ১৮-০ গোলে হারবেন! 

    বার্সেলোনা যেভাবে ম্যাচের আগে প্রস্তুতি নেয়, সেটা শুধু তাদেরকেই মানায়, বললেন স্পালেত্তি, ‘ন্যু ক্যাম্পে তাদের দেখেছিলাম ম্যাচের মাত্র দশ মিনিট আগে অনুশীলনে নামতে। আমরা তো জিজ্ঞাসা করেছিলাম স্টেডিয়ামের ভেতরে জিম আছে কিনা। সেটাও নাকি নেই! শুধু তাই না, আমার ফুটবলাররা জানিয়েছে, রাতের ম্যাচ হলে বার্সেলোনার অনেকেই তাদের বাচ্চাকে স্কুল থেকেও নিতে যায় দুপুরে! এরপর আস্তে ধীরে বিকালের পর স্টেডিয়ামে আসে। এভাবে যদি আমরা প্রস্তুতি নেই, তাহলে ১৮-০ গোলে হারতে হবে।’

    বার্সেলোনার 'টিকিটাকা' ফুটবলও শুধু তাদের জন্যই, বলছেন স্পালেত্তি, ‘তাদের ধ্যানে-জ্ঞানে শুধুই বল পাসিং। এটা বহু বছর ধরে চলে আসছে। তারা এমন সব ফুটবলার কেনে যারা এটার সাথে মানিয়ে নিতে পারবে। এটা তাদেরই ভালো মানায়।’ 

    কাল গ্রুপ পর্বের ফিরতি লেগের ম্যাচ খেলতে সান সিরোতে যাবে বার্সেলোনা। দলের সাথে ইতালি গেলেও স্কোয়াডে রাখা হয়নি লিওনেল মেসিকে। স্পালেত্তি স্বীকার করে নিলেন, মেসির মুখোমুখি না হতে হলেই খুশি হন তিনি, ‘মেসি না খেললেই তো ভালো! সে যদি মাঠে থাকে, তাহলে বার্সেলোনার আক্রমণভাগ কয়েকগুণ বেশি ভয়ংকর হয়ে ওঠে!’