শাকিরিকে ছাড়াই সার্বিয়া যাচ্ছে লিভারপুল?
বিশ্বকাপের সময় ‘আলবেনিয়ান ঈগল’ উদযাপন করে সার্বিয়ানদের সমালোচনার মুখে পড়েছিলেন তিনি, হতে পারতেন নিষিদ্ধও। বিশ্বকাপের জারদান শাকিরির এই উদযাপনের রেশ কাটেনি এখনো। চ্যাম্পিয়নস লিগে সার্বিয়ান ক্লাব রেড স্টার বেলগ্রেডের মাঠে খেলতে যাবে লিভারপুল। শোনা যাচ্ছে, লিভারপুল কোচ ক্লপ শাকিরিকে রেড স্টারের বিপক্ষে ম্যাচ খেলার জন্য সার্বিয়া নেবেন না।
গত মাসে অ্যানফিল্ডে খেলতে এসেছিল রেড স্টার। সেই ম্যাচে অ্যানফিল্ডে ঢোকা নিষিদ্ধ ছিল সার্বিয়ান ক্লাবটির সমর্থকদের। যারা কোনোভাবে মাঠে ঢুকেছিলেন, পুরো ম্যাচেই শাকিরিকে দুয়ো দিয়ে গেছেন। যখনই শাকিরির পায়ে বল এসেছে, তাদের দুয়ো বেড়েছে কয়েকগুণ।
ক্লপের বিশ্বাস, শাকিরি যদি বেলগ্রেডে খেলতে যান, তাহলে স্থানীয় সমর্থকদের রোষানলে পড়বেন তিনি। মাঠের বাইরেও শাকিরিকে নিয়ে আলোচনা হবে অনেক বেশি। এর প্রভাব পড়তে পারে পুরো দলের ওপরই। এজন্যই নাকি তিনি ভাবছেন, বিতর্ক এড়াতে লিভারপুল বেলগ্রেডে যাবে শাকিরিকে ছাড়াই।
তবে বরাবরের মতো এবারও শাকিরি বলছেন, সার্বিয়াতে গিয়ে খেলতে তাঁর কোনো সমস্যাই নেই, ‘মানুষ কী বলল সেটা নিয়ে মাথা ঘামাই না। আমি শুধু সেখানে গিয়ে ফুটবল খেলতে চাই। এটা রাজনৈতিক কিছু না, শুধুই ফুটবল। ফুটবল ছাড়া আমি কিছু ভাবছি না।’
চ্যাম্পিয়নস লিগের ড্রয়ের পরপরই বেলগ্রেডে হতে যাওয়া লিভারপুল-রেড স্টার ম্যাচ নিয়ে ছিল নানা আলোচনা। কেন্দ্রবিন্দুতে ছিলেন সেই শাকিরিই। সেপ্টেম্বরে রেড স্টারের স্পোর্টিং ডিরেক্টর জেজদান টেরজিক বলেছিলেন, শাকিরি নিজেই সার্বিয়াতে খেলতে আসবেন না। তবে শাকিরি আসলেও তিনি নির্ভয়েই মাঠে খেলতে পারেন, এমন আশ্বাসও দিয়েছিলেন।
শেষ পর্যন্ত শাকিরি বেলগ্রেডে যাবেন কিনা, সেটা জানা যাবে আজই। আগামীকাল ঘরের মাঠে লিভারপুলকে আতিথিয়তা দেবে রেড স্টার। লিভারপুলের মাঠে গত মাসে ৪-০ গোলে হেরেছিল তারা।