• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    কিক অফের আগে: নাপোলি-পিএসজির জমজমাট লড়াই

    কিক অফের আগে: নাপোলি-পিএসজির জমজমাট লড়াই    

    গ্রুপ সি এর লড়াইটা হবে এবারের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের অন্যতম সেরা, ড্রয়ের পর থেকে ধারণা করা হয়েছিল এমনটাই। লিভারপুল, নাপোলি, পিএসজি; দ্বিতীয় রাউন্ডে ওঠার লড়াইটা আরও জমিয়ে তুলেছে এই তিন দলই। তিন ম্যাচে পার হওয়ার পর তিন দলের পয়েন্ট ব্যবধানই খুব কাছাকাছি। রাতে গ্রুপের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে নাপোলি-পিএসজি। নাপোলি কি পারবে নেইমারদের হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠার পথ সুগম করতে? নাকি নেইমার-এমবাপ্পে ম্যাজিকে জয়ের ধারায় ফিরে পরের রাউন্ডের আশা বাঁচিয়ে রাখবে পিএসজি?

     

    নাপোলি-পিএসজিঃ

    গত ম্যাচে ঘরের মাঠে নাপোলির বিপক্ষে হারতে হারতেই রক্ষা পেয়েছিল পিএসজি। ২-১ গোলে পিছিয়ে থাকার পর ৯৩ মিনিটে ডি মারিয়ার গোলে মহামূল্যবান একটি পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে নেইমাররা। তিন ম্যাচ শেষে পিএসজির পয়েন্ট ৪, সমান ম্যাচে নাপোলির পয়েন্ট ৫। আজ ড্র করলেও পরের রাউন্ডের আশা বেঁচে থাকবে পিএসজির, তবে শেষ দুই ম্যাচে কাজটা কঠিন হয়ে যাবে। আর হারলে তো শেষ দুই ম্যাচে তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকেও।

     

     

    দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করার পথে অনেকটাই এগিয়ে যাবে নাপোলি, যদি তারা আজ পিএসজিকে নিজেদের মাঠে হারাতে পারে। সেক্ষেত্রে রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে আশানরূপ ফল আসলেই পরের রাউন্ডের রাস্তা মসৃণ হবে।

    পিএসজিকে হারাতে হলে খেলতে হবে ‘নিখুঁত’ ফুটবল

    নাপোলি কোচ কার্লো আনচেলত্তি বলছেন, নেইমারদের বিপক্ষে জয়ের জন্য নিজেদের সেরাটাই দিতে হবে নাপোলিকে, ‘গত ম্যাচে আমরা এগিয়ে থেকেও সেটার ফায়দা নিতে পারিনি। তারা দারুণ দল, তাদের হারাতে নিখুঁত ফুটবলই খেতে হবে। দ্বিতীয় রাউন্ডে ওঠার জন্য ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ।’

    পিএসজি কোচ টমাস টুখেল জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী, ‘আমরা জয় দিয়েই ঘুরে দাঁড়াতে চাই। আগের ম্যাচটা ড্র হয়েছে, এরপর লিগে আমরা টানা দুই ম্যাচে দারুণ খেলে জিতেছি। নাপোলি শক্তিশালী দল। তাদের বিপক্ষে জেতাটা বড় চ্যালেঞ্জ।’

    ইনজুরি সমস্যাটা বেশ ভালোই ভোগাচ্ছে পিএসজিকে। নাপোলির বিপক্ষে আজকের ম্যাচে নাও খেলতে পারেন এডিসন কাভানি, থাকবেন না দানি আলভেজও।

    নাপোলির মাঠে গিয়ে গ্রুপ পর্বের এই গুরুত্বপূর্ণ ম্যাচে পয়েন্ট আনতে পারে কিনা নেইমার-এমবাপ্পেরা, সেই প্রশ্নের জবাব মিলবে আজ রাতেই।

     

    লিভারপুল-রেড স্টার বেলগ্রেডঃ

    অ্যানফিল্ডে রেড স্টারকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল লিভারপুল। আজকের ম্যাচে জিতে গ্রুপের শীর্ষস্থানটা তাই আরও সুসংহত করতে চাইবেন লিভারপুল কোচ ক্লপ। সার্বিয়ান ক্লাবটির মাঠে খেলতে যাওয়ার আগে আলোচনায় এসেছে জের্দান শাকিরি প্রসঙ্গ। বিশ্বকাপের সেই আলবেনিয়ান ঈগল উদযাপনের রেশ ধরে শাকিরিকে ছাড়াই রেড স্টারের বিপক্ষকে খেলতে যাচ্ছে লিভারপুল।

     

     

    বার্সেলোনা-ইন্টার মিলানঃ

    ন্যু ক্যাম্পে লিওনেল মেসিকে ছাড়াই ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়েছিল বার্সেলোনা। ইনজুরির কারণে আজও হয়ত ইন্টারের মাঠে থাকছেন না মেসি। তবে গত কয়েক ম্যাচে লুইস সুয়ারেজরা মেসিকে ছাড়াই দুর্দান্ত খেলেছে। ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে বার্সা, ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ইন্টার। আজ ইন্টারের বিপক্ষে জিতলে অনেকটাই নিশ্চিত হয়ে যাবে বার্সার দ্বিতীয় রাউন্ড, ড্র করলেও শীর্ষেই থাকবে কাতালানরা।

    অন্যদিকে দ্বিতীয় রাউন্ডের পথে এগিয়ে যেতে বার্সার বিপক্ষে পয়েন্ট চাইবে ইন্টারও। তৃতীয় স্থানে থাকা টটেনহামের চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে থাকলেও শেষ ১৬ তে ওঠার লড়াইটা শেষদিনে নিয়ে যেতে চাইবে না ইন্টার।

     

    টটেনহাম-পিএসভিঃ

    টটেনহাম ও পিএসভি, দুই দলেরই পয়েন্ট ১। দ্বিতীয় রাউন্ডের আশা বাঁচিয়ে রাখতে হবে জিততে হবে দুই দলকেই। আগের ম্যাচে ফিলিপস স্টেডিয়ামে ২-২ গোলে ড্র করেছিল টটেনহাম-পিএসভি। আজকের ম্যাচে পয়েন্ট হারাতে চাইবে না কেউই।

     

    অ্যাটলেটিকো মাদ্রিদ-বরুশিয়া ডর্টমুন্ডঃ

    ডর্টমুন্ডের মাঠে কিছুদিন আগেই ৪-০ গোলে হেরে এসেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। অ্যাটলেটিকো কোচ ডিয়েগো সিমিওনে ক্লাবের দায়িত্ব নেওয়ার পর এতো বড় ব্যবধানে হারেননি কখনোই। আজ ঘরের মাঠে ডর্টমুন্ডকে হারিয়ে সেই হারের প্রতিশোধটা নিতে চাইবে গ্রিজমানরা। ড্র হলেও খুব একটা ক্ষতি নেই, তৃতীয় স্থানে মোনাকোর থেকে ৫ পয়েন্ট এগিয়ে আছে তারা।

    আজ অ্যাটলেটিকোকে হারালেই দ্বিতীয় রাউন্ড অনেকটাই নিশ্চিত হয়ে যাবে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ডর্টমুন্ডের। ডর্টমুন্ড নিশ্চয়ই চাইবে পরের রাউন্ডে ওঠার কাজটা আজই শেষ করে রাখতে।